X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

ঢাবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৫০

আবাসিক হল খুলে দিয়ে সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং করোনাকালে বেতন ফি মওকুফের দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ তা আমাদের কাছে এখন স্পষ্ট হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে নাকি অরাজকতা তৈরি হবে। আর এই অরাজকতা ঠেকাতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাননি। তিনি ছাত্রলীগের সহায়তা চেয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে যে আন্দোলন হবে সেটাকে সরকার ভয় পাচ্ছে এবং এ কারণেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে না। আমরা অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ফি মওকুফের দাবি জানাচ্ছি।’

এ সময় বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কুফল উল্লেখ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষার্থীরা পর্নগ্রাফি, ইন্টারনেট আসক্তি, সাইবার ক্রাইমসহ নানা কাজে জড়িয়ে পরছে। তাই অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

সমাবেশে বক্তারা আগামী রবিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে সন্তোষজনক সিদ্ধান্ত না এলে অপরাপর সংগঠনগুলোকে নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।

সমাবেশে সংগঠনটির সভাপতি আল কাদেরী জয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রিন্স, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান, ঢাকা মহানগর ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ ও ফ্রন্ট ঢাবি শাখার সাধারণ সম্পাদক রাজিব কান্তি রায়।

 

/আইএ/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!