X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে ইউএনও-পুলিশের মামলায় আ.লীগের ১২ নেতাকর্মীর জামিন

বরিশাল প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৫:০২আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৫:০২

বরিশালের সদর উপজেলা নির্বাহীর বাসভবনে হামলার ঘটনায় ইউএনও এবং পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর জামিন হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দীর্ঘ শুনানি শেষে ১০ হাজার টাকার বেলবন্ড এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মাসউদ বাবলু ও তালুকার মো. ইউনুসের জিম্মায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

দুপুর সোয়া ১টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুম বিল্লাহ এ আদেশ দেন। আদেশে আরও বলা হয় দুটি মামলায় পুলিশের রিপোর্ট দেওয়া পর্যন্ত তারা জামিনে থাকবেন।

বরিশালে সংঘর্ষের ঘটনায় যে তথ্য এখনও অজানা

পুলিশের মামলায় জামিন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্না, অলিউল্লাহ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, লিটন ঘোষ, রাকিব উল ইসলাম রাকিব, শুভ হাওলাদার, শুভ সাহা, আহমেদ শাহারিয়ার বাবু, শাহিনুল ইসলাম সাহিন, হারুন অর রশিদ, মিরাজ গাজী।

ইউএনও’র মামলায় জামিন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, অলিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন ফিরোজ, শুভ হাওলাদার, শুভ সাহা, আহমেদ শাহারিয়ার বাবু, শাহিনুল ইসলাম সাহিন, হারুন অর রশিদ। এরআগে, দুই মামলায় গত ২৬ আগস্ট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯ নেতাকর্মী জামিন পান।

কারান্তরীণ আসামিদের পক্ষে গত ২৯ আগস্ট জামিনের আবেদন করেন আইনজীবী তালুকদার মো. ইউনুস। ওই সময় আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আনিচুর রহমান তাদের জামিন আবেদন গ্রহণ করে ২ সেপ্টেম্বর শুনানির দিন নির্ধারণ করেন। 

প্রসঙ্গত, গত ১৮ আগস্টের হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৯ আগস্ট ইউএনও মো. মুনিবুর রহমান এবং কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক শাহজালাল মল্লিক বাদী হয়ে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ও সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসসহ ১১৪ জনের নামোল্লেখ এবং আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৬০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ২৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে চোখে গুলিবিদ্ধ অবস্থায় দুই জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বরিশাল কারাগারে থাকা ২১ জনের মধ্যে এর আগে জামিন পেয়েছেন ৯ জন। বাকি ১২ জনের জামিন হলো আজ। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস