X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাস কাউন্টার থেকে ১১ রোহিঙ্গা আটক

পঞ্চগড় প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৯:১১

ছয় শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে পঞ্চগড় থানা পুলিশ। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিকালে পঞ্চগড় সদর থানা পুলিশ শহরের ধাক্কামারা এলাকার হানিফ এন্টারপ্রাইজের বাস কাউন্টার থেকে তাদের আটক করে। আটকদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

আটক রোহিঙ্গারা হলেন- মো. কবির হোসেন (২১) ও তার স্ত্রী জোবাইদা বেগম (২০) তাদের একমাত্র সন্তান সুমাইয়া (১); মো ফয়জুল ইসলাম (৩৯) ও তার স্ত্রী মোছা রেনু আরা বেগম (৩০) তাদের পাঁচ সন্তান দ্বীন ইসলাম (১৫), উম্মে হাবিবা (১২), উম্মে কুলসুম (৯), উম্মে হারেজা (৬) ও নজরুল ইসলাম (৪) এবং ফয়জুলের চাচাতো ভাই আবু তাহের (২০)।

বিশ্বস্ত একটি সূত্রের ধারণা, এ রোহিঙ্গারা সীমান্ত দিয়ে ভারত থেকে পঞ্চগড়ে এসেছেন। হানিফ এন্টারপ্রাইজের চট্টগ্রামগামী বাসের টিকিট কেটেছিলেন। বিকাল ৩টায় বাসটি পঞ্চগড় থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

তবে পুলিশ জানায়, ওই দুই পরিবারের ছয় শিশু ও নারীসহ ১১ রোহিঙ্গা পঞ্চগড় থেকে কক্সবাজার কুতুপালং ক্যাম্পে যাওয়ার উদ্দেশে ধাক্কামারা এলাকার হানিফ কাউন্টারে আসে। পুলিশের ধারণা, রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা পালিয়ে পঞ্চগড়ে এসে বসতি গড়েছিলেন। পরে তারা সবাই কক্সবাজারে যাওয়ার জন্য হানিফ কাউন্টারে আসে। ডিএসবি পুলিশের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হন তারা রোহিঙ্গা।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া ১১ রোহিঙ্গাকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
জিম্মিদশার দুর্বিষহ দিনগুলোর কথা জানালেন এমভি আবদুল্লাহর নাবিক
দুবাই পৌঁছেছে এমভি আবদুল্লাহ
সর্বশেষ খবর
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা