X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইভ্যালির বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন সংস্থাকে দুদকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ২০:২৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:২৪

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিষয়ে অনুসন্ধানে নেমে বেশ কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আরও তথ্য সংগ্রহের জন্য সরকারি বিভিন্ন সংস্থা ও বিভাগের কাছে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনও সিদ্ধান্ত নেওয়ার মতো কোনও অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুদক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

দুদক সচিব বলেন, ‘ইভ্যালির বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অনুসন্ধানের প্রয়োজনেই তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চিঠি দেওয়া হয়েছে। ইভ্যালি নিয়ে অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। সবার সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত তারা মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধ করেছে কি না বা কতটুকু করেছে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।’

দুদক সূত্র জানায়, ইভ্যালির বিষয়ে তাদের কাছে আগে থেকেই কিছু অভিযোগ ছিল। সম্প্রতি ইভ্যালির অনিয়ম ও দায়-দেনা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে চলতি বছরের ৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুদকে একটি চিঠি পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়। এর প্রেক্ষিতে ইভ্যালির বিরুদ্ধে আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীকে প্রধান একটি একটি অনুসন্ধান দল গঠন করা হয়। অনুসন্ধানে নেমেই দুদক ইভ্যালির এমডি ও চেয়ারম্যানের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করার একটি আবেদন করেছিল আদালতে। আদালত এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে।

দুদক সূত্র জানায়, অনুসন্ধানে নেমে দুদক কর্মকর্তারা ইভ্যালির বিষয়ে কিছু নথিপত্র সংগ্রহ করেছেন। আরও তথ্য জানার জন্য তারা সম্প্রতি বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের পরিদফতর (আরজেএসসি) ইত্যাদি সংস্থায় চিঠি পাঠিয়েছে।

গত জুন মাসে ইভ্যালির ওপর এক প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনে ইভ্যালির কাছে চার শতাধিক কোটি টাকার দেনার বিপরীতে মাত্র ৬৫ কোটি টাকার সম্পদ রয়েছে উল্লেখ করে সেই প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর থেকেই ইভ্যালি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে।

/এনএল/এমআর/
সম্পর্কিত
ইভ্যালির রাসেলের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা