X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সু চি’র সাক্ষাৎ চান আসিয়ান দূত

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:১৫

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা আসিয়ানের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জানিয়েছেন, উৎখাত হওয়া নেত্রী অং সান সু চি’র সাক্ষাৎ পাওয়ার জন্য জান্তার সঙ্গে আলোচনা করছেন। শনিবার তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন।

দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশন্স (আসিয়ান) মিয়ানমারে সহিংসতা বন্ধের চেষ্টা করে যাচ্ছে। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর সামরিক জান্তা ও জান্তাবিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করেছে। আলোচনা এগিয়ে নিতে আসিয়ান ব্রুনেইয়ের দ্বিতীয় পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান ইউসফকে দায়িত্ব দিয়েছে।

শনিবার তিনি রয়টার্সকে বলেন, মিয়ানমার পরিদর্শনের জরুরি তাগাদ রয়েছে। কিন্তু এর আগে আমার আশ্বাসের প্রয়োজন। আমার কী করার সুযোগ আছে তা স্পষ্ট জানতে হবে। আমি সেখানে যাওয়ার পর তারা আমাকে কী কী করার অনুমতি দেবে তা জানা দরকার।

এরিওয়ান জানান, অক্টোবর মাসের দিকে তিনি মিয়ানমার সফর করতে চান। কিন্তু এখনও কোনও তারিখ নির্দিষ্ট করা হয়নি।

তিনি বলেন, জান্তার পক্ষ থেকে এখনও কোনও শর্তারোপ করা হয়নি। কিন্তু তারা এই বিষয়ে কোনও স্পষ্ট কিছুই বলেনি। জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের কাছে সু চি’র সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানানো হয়েছে। যদিও এপ্রিলে সামরিক সরকারের সঙ্গে আসিয়ানে পাঁচ দফা সমঝোতায় সু চি’র সঙ্গে দেখা করার বিষয়টি আবশ্যক রাখা হয়নি।

/এএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান