X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রংপুর মেডিক্যালে ১০ মিনিট পরপর লোডশেডিং

নিজেস্ব প্রতিবেদক, রংপুর
০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:২৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ২০:২৮

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটু পর পর লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। হাসপাতালে আসা রোগীর স্বজনদের অভিযোগ, শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে অন্তত ৩০ বার লোডশেডিং হয়েছে। এতে রোগী নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা। বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি মুমূর্ষু রোগীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩৪টি ওয়ার্ডের আড়াই হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন। একটু পর পর লোডশেডিং হচ্ছে। তারপরও হাসপাতালের জেনারেটর চালু না করায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। 

রংপর মেডিক্যালের ২৯ নম্বর ওয়ার্ডে করোনাভাইরাসে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীদের অভিযোগ, সেখানে ১০ মিনিট পর পর লোডশেডিং হচ্ছে।

লোডশেডিংয়ে দুর্ভোগে পড়েছেন রোগীরা

কুড়িগ্রাম থেকে অসুস্থ চাচাকে নিয়ে রংপুর মেডিক্যালে আসা আমিনুল ইসলাম বলেন, সকাল থেকে দফায় দফায় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে আমার চাচা কাহিল হয়ে পড়েছেন।

সরেজমিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, লোডশেডিংয়ের কারণে রোগীদের মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

রংপুর মেডিক্যালের মেডিসিন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক শাফিন আহমেদ জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দায়িত্বহীনতার কারণে একটি জরুরি চিকিৎসা কেন্দ্রে ১০ মিনিট পরপর লোডশেডিং হচ্ছে। আমরা হাসপাতালের পক্ষ থেকে পিডিপিকে কয়েক দফা ফোন করেছি। কিন্তু লোডশেডিংয়ের বিষয়ে তারা কোনও সদুত্তর দিতে পারেনি। 

জেনারেটর চালুর বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, বেশ কয়েকবার খবর দেওয়া হলেও জেনারেটরচালক আসেননি। 

রংপুর মেডিক্যালের পরিচালক ডা. রেজাউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, হাসপাতালে লোডশেডিংয়ের বিষয়টি তিনি জানেন না। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।

/এসএইচ/
সম্পর্কিত
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ
বিদ্যুতে স্বস্তি দেওয়ার চেষ্টা, লোডশেডিং নেমেছে শূন্যে
সর্বশেষ খবর
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা