X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
আবার অভিযুক্ত বাদশাহ

‘বেদের মেয়ে জোসনা’র সুর নকলের অভিযোগ! সত্যতা কতটুকু

বিনোদন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ০০:১২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৯

গত বছরের মার্চে ইউটিউবে এসেছিল বলিউড র‌্যাপার বাদশাহ’র গান ‘গেন্দা ফুল’। ‘বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল/ এমন মাথায় গেঁথে দেবো লাল গেন্দা ফুল’- 
এমন কথার গানটি ‘প্রচলিত’ বলে উল্লেখ করে তুমুল সমালোচনার মুখে পড়েন এই শিল্পী। পরে অবশ্য গানটির স্রষ্টা গীতিকবি রতন কাহারে কাছে গিয়ে বিতর্কের সমাধান করেন। 

তখন এই সমালোচনায় শামিল হয়েছিল বাংলাদেশিরাও। এর কারণ ছিল, গানটি বাংলাদেশেও বহুল পরিচিত। এবার প্রায় একই ধরনের সমালোচনায় পড়েছেন এই র‌্যাপার।

গত ২৮ জুলাই তার বাদশাহ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে ‘বাওলা’ শিরোনামের গান।

সেখানেই অভিযোগ উঠেছে, গানটির সুর নকল করা হয়েছে। অনেক বাংলাদেশিই দাবি করছেন, এতে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘বেদের মেয়ে জোসনা’র টাইটেল গান ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’র সুর ব্যবহার করা হয়েছে।

এদিকে, ইউটিউব ভিডিওটির বিবরণীতে দেখা যায়, গানে সংগীতায়োজক হিসেবে বাদশাহ ও অদ্বিতীয় দেবের নাম থাকলেও সুরকারের বিষয়টি উল্লেখ করা নেই।

গানটির সুর বিশ্লেষণ করে দেখা যায়, ‘বেদের মেয়ে জোসনা’র সঙ্গে এটি হুবহু মিল রয়েছে। তবে সাদৃশ্য থাকলেও এটি বাংলা ছবি থেকে নকল করা তা বলা যাচ্ছে না। 

কারণ, ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’র সুরটিই নেওয়া হয়েছে ভারতীয় চলচ্চিত্র ‘ফাগুন’ থেকে। যেখানে ‘এক পারদেশি মেরা দিল লেগায়া’ গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে ও মোহাম্মদ রফি। এটির সুর করেছিলেন ওপি নায়ার।

মূলত এই গানটির সুর ব্যবহার করা হয় ‘বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে’ গানটিতে। তবে এখানেও পাওয়া গেলো বিকল্প মত। অনেক সমালোচক বলছেন, ‘এক পারদেশি মেরা দিল লেগায়া’ গানটিও নকল! এটি ভারতের রাজস্থানি ফোক থেকে সংগৃহীত। ধারণা করা হচ্ছে, বাদশাহ মূলত সেই রাজস্থানি ফোক থেকে তার ‘বাউলা’ রিমিক্স তৈরি করেছেন। তবে বরাবরের মতো গানটির সঙ্গে সুরের বা সংগ্রহের ক্রেডিট না থাকায় আবারও সমালোচনায় পড়েন বাদশাহ। 

এদিকে, নতুন গানটি এক মাসের কিছুটা বেশি সময়ে প্রায় সাড়ে ৮ কোটিবার মানুষ দেখেছে।

ভিডিওটিতে হাজির হয়েছেন বাদশাহ নিজেই। সঙ্গে আছেন গানের অপর গায়ক অমিত ও মডেল সামরিন কর। ভিডিওটি পরিচালনা করেছেন মনিষ সুন্তি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!