X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্যর্থ হওয়ার পথে ‘আমরা আফগানিস্তানের ভবিষ্যৎ’

উদিসা ইসলাম
০৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৭

‘সমগ্র বিশ্ব তাদের মধ্যে পরাজিতের অনুভূতি এনে দিয়েছে। এমনকি আমরাও তাদের কাছে মিথ্যা বলেছি। আমরা তাদের আশা দিয়েছিলাম এবং এমনকি এই অসময়েও তাদের স্বপ্ন দেখতে বলেছিলাম। তাদের ডানা গজিয়েছিল এবং ভেবেছিল তাদের পছন্দ করার স্বাধীনতা আছে। স্কুল, বিশ্ববিদ্যালয়, নির্বাচিত হওয়া বা নিজের জন্য সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। কিন্তু আর নেই।’ আর্টলর্ডসের আঁকা ম্যুরাল ‘আমরা আফগানিস্তানের ভবিষ্যৎ’ যেন ব্যর্থ হতে বসেছে। তাদের এ কথাতেই ফুটে উঠছে কতটা অনিশ্চয়তা আর হতাশায় ডুবে আছেন আফগান সংস্কৃতিকর্মীরা।

২০১৫ সালে গড়ে ওঠা আফগান শিল্পীদের নিয়ে তৈরি সংগঠন আর্টলর্ডস-এর বই হাতে স্কুলগামী ছেলেমেয়ের প্রাণোচ্ছ্বল ম্যুরালটি একটি প্রগতিশীল আফগানিস্তানের ভবিষ্যতের কথা বলতে চেয়েছিল। যার স্বপ্ন দেখাই এখন বারণ। আরও অনেক ম্যুরালের মতো এটিও সরিয়ে ফেলা হবে। হয়তো এরইমধ্যে ‘ধোয়ামোছা’র কাজ শুরুও হয়ে গেছে। আফগান শিল্পীদেরও শঙ্কা—তাদের আর কোনও ভবিষ্যৎ নেই। ওই ম্যুরালের মতোই।

যারা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার কাজটি করতো তারাও এখন ছড়িয়ে ছিটিয়ে। কেউ বাধ্য হয়েছেন দেশত্যাগে। কেউ প্রাণ বাঁচাতে আছেন লুকিয়ে।

.

শিল্প-সংস্কৃতির মৌলিক শক্তিকে সামাজিক শক্তিতে রূপান্তর করার স্বপ্ন নিয়ে আফগান শিল্পীদের একটি বৈশ্বিক তৃণমূল আন্দোলন এই আর্টলর্ডস। তারা তাদের কাজের মধ্য দিয়ে, ক্যাম্পেইনের মধ্য দিয়ে শান্তির বাণী নিয়ে হাজির হতে চেয়েছিল।

কাবুলে বিস্ফোরণের দেয়ালে সাধারণ নাগরিকদের সমস্যা তুলে ধরে এরা। তারা এমন একটি জায়গা তৈরি করতে পেরেছিল যেখানে সামাজিক সমস্যাগুলো হয়েছে দৃশ্যমান। যা নিয়ে রাস্তায় রাস্তায় হয়েছে তুমুল আলোচনা। অনেক শিল্প কর্মশালারও আয়োজন করেছে তারা। যুদ্ধ থেকে শান্তির দিকে এগিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা পুষে রাখা ছিল অনেকের অন্তরে, তারই দৃশ্যমান উপস্থাপনা ছিল আর্টলর্ডসের যাবতীয় কাজকর্ম।

‘আপাতত কিছুই করা যাচ্ছে।’ এমনই হতাশা দেখা দিতে শুরু করেছে আর্টলর্ডসের শিল্পীদের মাঝে। সহ-উদ্যোক্তা ওমায়েদ বলছেন, ‘প্রতিদিন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হই। আত্মঘাতী হামলা, স্টিকি বোমা, অপহরণ, আফগান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দুর্নীতি-অযোগ্যতা, হিংসা-পরচর্চা এবং আরও অনেক কিছুই আমাদের বাধার মুখে ফেলছে।’

. তিনি আরও বলেন, ‘তবে যত যাই হোক, আমরা আমাদের দায়িত্ব বুঝে নিয়েছি। সেটি পালনের চেষ্টা চালিয়ে গেছি। দায়িত্ব গ্রহণ, ক্ষত নিরাময় এবং সহানুভূতি দেখানো; এসব আর সম্ভব নয় প্রিয় আফগানিস্তান।’

ওমায়েদ, ফাতিমা, সানামসহ আরও নতুন নতুন নাম যুক্ত হচ্ছে এতে। কেউ কাবুলে আছেন, কেউ কাবুল ছাড়তে বাধ্য হয়েছেন। সকলে মিলে দেশকে বাঁচাতে, দেশটির নারী-শিশুদের অসহায়ত্ব দূর করতে নানা উদ্যোগ নিচ্ছেন। এই মুহূর্তে করণীয় নির্ধারণে তারা বলছেন, ‘আমাদের অনেককে চিন্তার স্বাধীনতা অব্যাহত রাখতে দেশ ছাড়তে হয়েছে। পেছনে ফেলে এসেছি দেশ ছাড়তে চাওয়া আরও অনেককে। এখন দরকার আর্থিক সহায়তা। কারণ তাদের অনেকেরই কাজ নেই। তারা লুকিয়ে থেকে বেঁচে আছেন কোনোমতে।’

/এফএ/
সম্পর্কিত
কুড়িয়ে পাওয়া মাইন পেয়ে খেলছিল আফগান শিশুরা, বিস্ফোরণে নিহত ৯
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৮
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি