X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতাকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে বহিষ্কার দাবি

নীলফামারী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৬

নীলফামারীর সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক এবং পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক বিহারী দিলনেওয়াজ খানকে রাজাকারের সন্তান আখ্যা দিয়ে দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের শহীদ তুলশিরাম সড়কে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে যৌথভাবে সংবাদ সম্মেলনটির আয়োজন করে দলটির উপজেলা ও পৌর কমিটি। এ সংক্রান্ত একটি স্মারকলিপিও প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘দিলনেওয়াজ খান কুখ্যাত রাজাকার ও যুদ্ধাপরাধী নঈম গুন্ডার ছেলে। যুদ্ধাপরাধী হিসেবে ১৯৭৩ সালে রংপুর আদালতে একটি মামলা করা হয়। ওই মামলায় সাজা হয়েছিল নঈম গুন্ডার। তার ছেলে দিলনেওয়াজ খান দলে অনুপ্রবেশ করে উপজেলা যুবলীগের আহ্বায়কের পদ দখল করেন। সুকৌশলে তিনি আওয়ামী লীগের পৌর কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদকের পদেও বসেন। তার বিরুদ্ধে হিন্দু মাড়োয়ারি বাড়ি দখল করে সাইনবোর্ড লাগানো ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা বিচারাধীন রয়েছে। চলতি বছরের ২০ মে তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রয়াত আখতার হোসেন বাদলের ছোট বোনকে লাঞ্ছিত করেন। এ নিয়ে থানায় মামলা হয়েছে।’

এছাড়াও তার বিরুদ্ধে মাদক ব্যবসা, রেলের একাধিক জমি দখল করে ভবন নির্মাণ এবং গত পাঁচ বছরে ২০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, ‘এসবের কারণে ইতোপূর্বে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত খুঁটির জোরে স্বপদে ফিরে আসেন। আমরা তাকে পুনরায় বহিষ্কারে দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

এ বিষয়ে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী ও দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পাঠানো হয়। স্মারকলিপিটি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামিম হুসেইন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন প্রমুখ।

তবে দিলনেওয়াজ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

/এফআর/
সম্পর্কিত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
ভারতীয় পণ্য বর্জন প্রতিক্রিয়াশীল চিন্তার প্রতিচ্ছবি: শেখ পরশ
ঘন ঘন আগুনের ঘটনায় বিএনপির প্রতি সন্দেহ শেখ পরশের
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া