X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষকে মুক্তি এনে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির মহামানব হিসেবে এসেছিলেন তিনি। আমাদের উপহার দিয়েছেন স্বাধীন একটি দেশ ও জাতি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন শুরু করেন। সফলভাবে অর্থনৈতিক ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলা করেন। তিনি আমাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। সর্বদা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কোনও দুর্নীতিবাজকে তিনি প্রশ্রয় দিতেন না। এ জন্য বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতিবাজদের ঠাঁই হবে না।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বঙ্গবন্ধুর কারণেই আজ প্রতিমন্ত্রী হতে পেরেছি। দেশের প্রতি আমার অনেক দায়িত্ব। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন উৎসর্গ করেছেন আমার বাবা। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করার জন্য এসেছি। এটি বঙ্গবন্ধুর বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর মতো হোন, বঙ্গবন্ধু কন্যার মতো হোন।’ 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার মানুষ দরকার, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমাদের সোনার মানুষ হতেই হবে। এভাবে দেশ চলতে পারে না। জনগণের টাকা দিয়ে ফুটানি করবেন না, রাষ্ট্রের অর্থ অপচয় করবেন না।’

রবিবার (০৫ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের নিউজ স্টুডিও উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিএফডিসির জন্য বরাদ্দকৃত স্থান পরিদর্শন শেষে সভায় যোগ দেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এদেশে খুনের ইতিহাস যারা তৈরি করেছে তাদের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এদেশে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা খুনি জিয়াউর রহমান ও মোশতাকদের বিচার এখনও হয়নি। জিয়ার মরণোত্তর ও তার পরিবারের যারা এখনও বেঁচে আছে তারেক জিয়াসহ তাদের বিচার বাংলার মাটিতে হবে। এদের বিচার বাস্তবায়ন করতে আমার মতো শত শত বঙ্গবন্ধুর সৈনিক প্রস্তুত।’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াছমিন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল হোসেন খান, বিটিভির অনুষ্ঠান পরিচালক জগদীশ চন্দ্র এষ, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

/এএম/
সম্পর্কিত
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আছি: তথ্য প্রতিমন্ত্রী
‘সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হন সেটা নিশ্চিত করা হবে’
সরকার সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!