X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মামলার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে সংঘর্ষ, ২ আইনজীবী আহত

রংপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৬

মামলার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে রংপুরের আদালত চত্বরে আইনজীবীদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় একটি মামলায় টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক বলেন, ‘দুই পক্ষই এ ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আমি লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও আইনজীবীরা জানিয়েছেন, একটি মামলায় মক্কেলের কাছ থেকে নেওয়া টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে আইনজীবী আলাউদ্দিনের সঙ্গে অপর আইনজীবী মেজবাহ আহমেদের প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর হাতাহাতি এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।এ সময় দুই আইনজীবীর সমর্থকরাও একত্রিত হন। আদালত চত্বরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় আইনজীবী মেজবাহ আহমেদ মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এ সময় আবারও দুই আইনজীবী এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আইনজীবী আলাউদ্দিন ও জুনিয়র আইনজীবীসহ পাঁচ জন আহত হন।

আইনজীবীদের ক্যান্টিন ভাঙচুর করা হয় এ বিষয়ে 

সংঘর্ষ চলাকালে জেলা ও দায়রা জজ আদালতের নিচতলায় আইনজীবীদের ক্যানটিনে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলার পর সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রাজিবুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ বিষয়ে আইনজীবী আলাউদ্দিন আহমেদ ও মেজবাহ আহমেদ সংঘর্ষের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

রংপুর মেট্রোপলিটান কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রজিবুজ্জামান বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি দুই পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা