X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণ মামলায় কারাগারে, বিয়ে করে মুক্তি

রাজশাহী প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:১৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২২:১৫

প্রতিবেশী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী এলাকায় বাসিন্দা সিফাত সানি। তবে প্রেমিকা বিয়ের কথা বললে পালিয়ে যান। পরে মামলার পরিপ্রেক্ষিতে সানিকে ৭ মার্চ রাতে গ্রেফতার করে পুলিশ। এরপর যেতে হয় জেলে। তবে বিয়ে করার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। এবার মামলা থেকে অব্যাহতি পাওয়ার আশায় বিয়ে রেজিস্ট্রি করছেন এ তরুণ।

জানা গেছে, ধর্ষণের ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বাড়িতে বিষয়টি জানাজানি হলে সানিকে বিয়ের প্রস্তাব দেন মেয়ের বাবা। বিয়েতে সম্মতি না দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। উপায় না পেয়ে নগরীর চন্দ্রিমা থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই জেলহাজতে ছিলেন। পরিবারের অনেক দৌড়ঝাঁপে ধর্ষণ মামলায় হাইকোর্ট থেকে জামিন মেলে। তবে জুড়ে দেওয়া হয় শর্ত। দুই মাসের মধ্যেই পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিয়ে করতে হবে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা তরুণীকে। তবেই মামলা থেকে মিলবে মুক্তি, অন্যথায় ভোগ করতে হবে কারাগারের শাস্তি। অবশেষে হাইকোর্টের দেওয়া শর্ত মেনে নেয় সানির পরিবার।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালতে সিফাত সানির সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। এতে ধর্ষণ মামলা থেকে জমিনে মুক্তি পান সানি।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, মামলায় বিয়ের শর্তে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত। মামলাটি এখনও তদন্তাধীন। তাদের বিয়ের বিষয়টি ওসি জানেন না। তবে বিয়ে হলে আদালতের মাধ্যমে পুলিশের কাছে চিঠি পাঠানো হবে।

মামলার বাদী পক্ষের আইনজীবী মো. মোখলেসুর রহমান স্বপন জানান, রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. সেলিম রেজার উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে বাদী ও বিবাদীর মধ্যে বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, বিয়ের কাবিননামাসহ মামলার সংশ্লিষ্ট কাগজপত্র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমা দিতে হবে। অন্যথায় মামলা থেকে অব্যাহতি মিলবে না সানির। তবে এরমধ্যে যদি সানির পরিবার মেয়েকে আবারও মেনে নিতে অস্বীকৃতি জানায় তবে অব্যাহতি না মিলতেও পারে।

এ আইনজীবী আরও জানান, ভুক্তভোগী বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের প্রলোভন দেখিয়ে সানি একাধিকবার তাকে ধর্ষণ করে। হাইকোর্টের আদেশের কারণে বাধ্য হয়ে বিয়ে করতে হয়। এছাড়া সে জামিন পেত না।

/এফআর/
সম্পর্কিত
হত্যা মামলায় ট্রান্সকম গ্রুপের দুই কর্মকর্তার জামিন
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন ড. ইউনূস
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়