X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গিনিতে অভ্যুত্থান চেষ্টা: সেনাবাহিনীর ক্ষমতা দখলের দাবি

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫

গিনির প্রেসিডেন্ট আলফা কন্ডের ভাগ্যে কী ঘটেছে তা অস্পষ্ট। সত্যতা নিশ্চিত না হওয়া এক ভিডিওতে দেখা গেছে তিনি সেনাদের হাতে বন্দি রয়েছেন এবং সেনারা ক্ষমতা দখলের দাবি করেছে। জাতীয় টেলিভিশনে সেনারা দাবি করেছে, সরকার ভেঙে দেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষমতা দখলের একটি চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে প্রেসিডেন্সিয়াল গার্ড।

রাজধানী কোনাক্রিতে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়ার কয়েক ঘণ্টা পর এসব তথ্য হাজির হলো।

টেলিভিশন ভাষণে অজ্ঞাত নয় সেনা হাজির হয়েছেন। অনেকের গায়ে দেশটির জাতীয় পতাকা মোড়ানো রয়েছে। তারা দাবি করে, সরকারের ভয়াবহ দুর্নীতি, অব্যবস্থাপনা ও দারিদ্র্যের কারণে সেনারা ক্ষমতা দখল করেছে।

এসময় তারা নিজেদের জাতীয় পুনর্মিলন ও উন্নয়ন কমিটি বলে দাবি করে। তারা জানায়, সংবিধান স্থগিত করা হয়েছে এবং নতুন ও আরও অন্তর্ভুক্তিমূলক সংবিধান গঠনের জন্য আলোচনা চলবে।

একাধিক খবরে বলা হয়েছে, এই অভ্যুত্থানের নেতৃত্বে রয়েছে সেনাবাহিনীর অভিজাত একটি ইউনিট। যার প্রধান লেফটেন্যান্ট কর্নেল মামাদি দৌমবৌয়া।

এর আগে বিবিসি’র খবরে বলা হয়েছিল, রাজধানী প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। কারা জড়িত তা স্পষ্ট নয়। কালৌম জেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। কালৌম এর সঙ্গে দেশটির মূল ভূখণ্ডের সংযোগকারী একমাত্র সেতু সিল করে দেওয়া হয়েছে। এখানেই সরকারের বেশিরভাগ মন্ত্রী বসবাস করেন।

 

/এএ/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়