X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় শাশুড়িকে পিটিয়ে মারলেন পুত্রবধূ!

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০

সাতক্ষীরায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় শাশুড়িকে (৬৫) পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা প্রচারের অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। রবিবার (৫ সেপ্টেম্বর) কালিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে পুলিশ ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে। এ সময় জনতা আটক পুত্রবধূকে পুলিশে সোপর্দ করে। 

নিহতের ছেলে বলেন, আমার ভাই কয়েক বছর ধরে বাহরাইনে আছেন। তাদের চার বছরের এক মেয়ে আছে। সম্প্রতি ভাইয়ের স্ত্রী স্থানীয় বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠে। এক বছর আগে তাকে স্থানীয় এক ইউপি সদস্যের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয়রা। সম্প্রতি আবারও স্থানীয় এক ব্যক্তির সঙ্গে সে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় আমার মা প্রতিবাদ করেন। এর জের ধরে বৃহস্পতিবার আমার ভাইয়ের স্ত্রী মাকে পিটিয়ে জখম করেন। শনিবার দুপুরে ভাইয়ের ঘরে স্থানীয় এক ব্যক্তি এলে মা প্রতিবাদ করেন। এর জের ধরে ভাইয়ের স্ত্রী মাকে পিটিয়ে জখম করেন। কেটে দেওয়া হয় তার ডান পায়ের একটি আঙুলের অংশ বিশেষ। 

তিনি আরও বলেন, একপর্যায়ে রাতে মা মারা গেলে তাকে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার প্রচারণা দেওয়া হয়। সকালে মাকে ঘর থেকে বের হতে না দেখে স্থানীয়রা বাইরে থেকে লাগানো দরজার শিকল খুলে আঁড়ার সঙ্গে গলায় দড়িবাঁধা অবস্থায় মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় ভাইয়ের স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। 

স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, পরকীয়ার প্রতিবাদ করায় বৃদ্ধাকে মারপিট করার ঘটনায় স্থানীয়ভাবে সালিশ হয়েছিল। সালিশে বৃদ্ধার ছেলের স্ত্রী তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। এরপরও বেপরোয়া পুত্রবধূ অনৈতিক সম্পর্কে জড়িয়ে শাশুড়িকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মৃত নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে তার স্বজনদের হাতে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। মৃতের ছেলে রাতে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুত্রবধূকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
প্রীতি উরাংয়ের অস্বাভাবিক মৃত্যু: ‘অপরাধ আড়ালের চেষ্টা হচ্ছে’
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৮ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা