X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পরিস্থিতি স্বাভাবিক হলে ডিসেম্বরে সমাপনী পরীক্ষা: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:০২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪১

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পরীক্ষা হলেও তা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান তিনি।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শ্রেণিপাঠদান শুরু হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরের প্রাথমিকের সমাপনী হবে কি সে বিষয়ে বেশ দ্বিধায় রয়েছেন অভিভাবকরা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বিষয়টি নিয়ে কথা বলেন।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যাবে, তবে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই (পরীক্ষা নেওয়া হবে)।’

পরীক্ষা নেওয়া হলে পুরো সিলেবাসে নাকি সংক্ষিপ্ত সিলেবাসে হবে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘সংক্ষিপ্ত সিলেবাসে হবে। আমরা সিলেবাস দিয়ে দিয়েছি। পরিস্থিতি বিবেচনা করে, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নেবো।’ 

কয়টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিস্থিতি বিশ্লেষণ করে যদি ছয়টি বিষয়ে নিতে পারি তাহলে নেবো। আমাদের রিকভারি পরিকল্পনা করা আছে। আমরা আগে স্কুলগুলো খুলে দেই। দেখি কি হয়- না হয়।’

প্রতিমন্ত্রী আর বলেন, ‘স্কুলে বার্ষিক পরীক্ষাগুলোও হবে। সশরীরে ক্লাস হলেও ওয়ার্কশিট চলমান থাকবে।’

স্কুলগুলো খোলার প্রস্তুতি নিতে পেরেছে কিনা আপনাদের কাছে কোনও রিপোর্ট আছে- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বী আছে। আমরা স্কুলে টাকা দেই, স্লিপের সেই টাকা দিয়ে (সুরক্ষা উপকরণ) কিনতে বলেছি। গতকালও মিটিং করে নির্দেশ দিয়ে দিয়েছি। ’

প্রেস ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ: পাল্টে দেওয়া হলো ২৪৭টি স্কুলের নাম
প্রাথমিক শিক্ষায় ২৫, মাধ্যমিকে ৫১ শতাংশ ব্যয় বেড়েছে
সর্বশেষ খবর
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!