X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
বরিশাল জেনারেল হাসপাতাল

১০৯ বছর পর ২৫০ শয্যায় উন্নীত

বরিশাল প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৪

দীর্ঘদিনের নিবেদন আবেদনের পর অবশেষে বরিশাল জেনারেল হাসপাতালকে আড়াইশ’ শয্যায় রূপ দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে ২৫ কোটি টাকা ব্যয়ে বহুতল ভবনের কাজ শুরু হবে শিগগিরই। এ জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ।

সোমবার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘বরিশাল বাসীর দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে একশ’ শয্যার জেনারেল হাসপাতালকে আড়াইশ’ শয্যায় রূপান্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি চালাচালি চলছিল। কিন্তু কোনোভাবেই অনুমোদন মিলছিল না। এ জন্য মাঝেমধ্যে স্বশরীরে গিয়েও এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকও করতে হয়েছে। জেনারেল হাসপাতালে রোগীর চাপের বিষযটি তারা বুঝতে পেরে এ অনুমোদন দেন। এতে বরিশালবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হলো। এখানে এখন প্রয়োজন হবে অবকাঠামো এবং জনবল। মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে ধাপে ধাপে জনবল নিয়োগ করার বিষয়টি। তবে বহুতল ভবন নির্মাণের পরই আড়াইশ’ বেডের কার্যক্রম শুরু হবে।’

সিভিল সার্জন আরও বলেন, ‘মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দ্রুত একটি বহুতল ভবন নির্মিত হবে হাসপাতাল ক্যাম্পাসে। ১২তলা ভবনের ভিত নির্মাণ করে দোতলা পর্যন্ত ভবনের কাজ সম্পন্ন করা হবে। এ ক্যাম্পাসের ভেতরে থাকা ছয়টি পুরনো ভবন ভেঙে সেখানেই নির্মিত হবে এ বহুতল ভবন।’

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জেড়াল্ড অলিভার গুডা বলেন, ‘হাসপাতালের জন্য ১২তলা বিশিষ্ট ভবনের অনুমোদন হয়েছে। তবে প্রথমে দোতলা ভবন নির্মিত হবে। এ কাজে ২৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। পরে পর্যায়ক্রমে ১২তলা ভবনের কাজসহ অন্যান্য কাজ সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর দরপত্র খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে।’

প্রসঙ্গত, ১৯১২ সালে ২০ শয্যা নিয়ে বরিশাল জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়। এরপর নব্বইয়ের দশকে ৮০ শয্যা এবং পরে ডায়রিয়ার ২০ শয্যা নিয়ে ১শ’ শয্যায় রূপান্তরিত হয় বরিশাল জেনারেল হাসপাতাল।’

 

/এমএএ/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, যাবেন হাসপাতালে
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!