X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাগরে ভাসছে ইলিশভর্তি ট্রলার, খোঁজ নেই মাঝি-জেলের

বরগুনা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন আলোরকোল এলাকায় এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ট্রলার ভাসতে দেখেছেন জেলেরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জেলেরা ওই এলাকায় মাছ শিকারে গেলে ট্রলারটি দেখতে পান। জেলে-মাঝি কেউ না থাকলেও ট্রলারটি ইলিশ বোঝাই বলে জানিয়েছেন সেখানকার জেলেরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। সোমবার (৬ সেপ্টেম্বর) থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) ট্রলারটি অভিভাবকহীন অবস্থায় সাগরে ভাসছে বলে জানা গেছে। 

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘সম্ভবত গভীর সমুদ্রে মাছ ধরার পর ঘাটে ফেরার পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ট্রলারের মাঝি-মাল্লারা অন্য ট্রলারে উঠে নিজেদের জীবন রক্ষা করেছেন। তবে ট্রলারের মালিককে খোঁজ করা হচ্ছে। বিষয়টি পশ্চিম কোস্টগার্ড স্টেশনকে জানানো হয়েছে এবং ট্রলারটি উদ্ধারে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সাগরে এভাবে মাঝি-মাল্লা ছাড়া ট্রলারটি ভাসছে কেন এর সঠিক কারণ বলা সম্ভব না। যেকোনও বিপদ হতে পারে। আমরা আশা করি ট্রলারের সব জেলেই নিরাপদে আছেন। ট্রলারটি কোন এলাকার সে বিষয়ে এখন পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি।’

এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ বলেন, ‘একটি ট্রলার সাগরে ভাসছে, এমন সংবাদ শুনে আমরা সঙ্গে সঙ্গে সেটি উদ্ধারের জন্য রওনা দিয়েছি। ট্রলারটি উদ্ধার করে তীরে আনার পর সঠিক কারণ জানা যাবে। এখন পর্যন্ত ট্রলারটির মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুকুরের পানিতে ধরা পড়লো ১০ কেজি ইলিশ
১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ
লেকে পাওয়া গেছে ৬০০ গ্রাম ওজনের ইলিশ
সর্বশেষ খবর
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ