X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অন্তর্বর্তী সরকারের ঘোষণা দিলো তালেবান

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২৫

মঙ্গলবার রাতে সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। দলটির এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে সরকারের ঊর্ধ্বতন কয়েকজন নেতার নাম ঘোষণা করা হবে।

তালেবান কর্মকর্তা আহমাদুল্লাহ ওয়াসিক বলেন, ‘আনুষ্ঠানিক শপথের আগে নতুন সরকারের ঘোষণা দেওয়ার বিষয়ে সম্মতি এসেছে।’ তিনি জানান, মন্ত্রিসভার কয়েকজন সদস্যের নাম এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে।

পরে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, 'আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকারের অপেক্ষায় রয়েছে'। তিনি জানান, আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার গঠন করবে তালেবান। এই সরকারের নেতা হবেন মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ। এছাড়া উপনেতা হবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গণি বারাদার।

অপেক্ষাকৃত স্বল্প পরিচিত হলেও দীর্ঘদিন ধরেই দলটির রাজনীতিতে যুক্ত রয়েছেন মোল্লা হাসান আখুন্দ। তালেবানের আগের সরকারেও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। জাতিসংঘের সন্ত্রাসী তালিকাতেও নাম রয়েছে তার। প্রায় ২০ বছর ধরে তিনি তালেবানের নেতৃত্বদানকারী কাউন্সিল 'রাহবারি সুরা' প্রধানের দায়িত্ব পালন করে আসছেন।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, 'আফগানিস্তানের মন্ত্রিপরিষদের নেতা হবেন মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ।' তিনি জানান, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজুদ্দিন হাক্কানি। অন্য নিয়োগের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব। তিনি তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে।

এছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী থাকবেন আমির খান মুত্তাকি, অর্থমন্ত্রী হবেন হেদায়েতুল্লাহ বাদরি। এছাড়া অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় উপনেতা থাকবেন মোল্লা আবদুল সালাম হানাফি।

উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহ আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। 

/জেজে/এমওএফ/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:১৫
২০ অক্টোবর ২০২১, ১২:৫৯
০৫ অক্টোবর ২০২১, ২০:১০
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়