X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২০২১ সালের এসএসসি-এইচএসসি’র অ্যাসাইনমেন্টের তথ্য পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩২

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের চতুর্থ থেকে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় থেকে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমার তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। বুধবার (৮ সেপ্টেম্বর) অধিদফতর এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করে।

আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা শিরোনামে একটি বিজ্ঞপ্তি জারি করে গত ১৮ জুলাই। ইতোমধ্যে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আঞ্চলিক পরিচালকদের নিজ নিজ অঞ্চলের সরকারি-বেসরকারি কলেজগুলো থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমাদানের মোট সংখ্যা সারসংক্ষেপ আকারে নির্ধারিত ছকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

আলাদা আদেশে বলা হয়, এসএসসির জন্যও অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা শিরোনামে গত ২৬ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, উপ-পরিচালকরা (মাধ্যমিক) তাদের নিজ নিজ অঞ্চলের সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলো থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের চতুর্থ থেকে অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমাদানের মোট সংখ্যা সারসংক্ষেপ আকারে নির্ধারিত ছকে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ই-মেইলে ([email protected]) পাঠানো নিশ্চিত করবেন।

দু’টি আদেশের নির্ধারিত ছকে অঞ্চলের নাম, পরিচালক এবং আঞ্চলিক উপ-পরিচালকের নাম, ই-মেইল আইডি, মোবাইল ফোন নম্বর, আওতাধীন মোট জেলার সংখ্যা এবং আওতাধীন মোট উপজেলার সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে।

এছাড়া পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে নির্ধারিত অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসারে আওতাধীন সরকারি-বেসরকারি কলেজ ও বিদ্যালয়ের সংখ্যা, ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এমন পরীক্ষার্থীর মোট সংখ্যা, অ্যাসাইনমেন্ট গ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা, অ্যাসাইনমেন্ট জমাদানকারী মোট শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখ করতে হবে নির্ধারিত ছকে।

নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং কোভিড-১৯ অতিমারির কারণে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি কোনোক্রমেই উপেক্ষা করা যাবে না বলে উল্লেখ করা হয় আদেশে।

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা