X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

১৫ দিনে ভেঙে গেছে গ্রামবাসীর স্বপ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০

বছরের পর বছর কাঁচা রাস্তা দিয়ে চলাচল করেছিল গ্রামের মানুষ। হাঁটুপানি আর কাদা মাড়িয়ে যাতায়াত ছিল নিত্যসঙ্গী। পাকা একটি রাস্তার স্বপ্ন ছিল দীর্ঘদিনের। অবশেষে স্বপ্নপূরণ হলো। কিন্তু ১৫ দিনে ভেঙে গেছে তাদের স্বপ্ন।

৮০ লাখ টাকায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম পূর্বপাড়ায় এই রাস্তা নির্মাণ করা হয়। ১৫ দিনে রাস্তাটি ভেঙে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয়রা।

তারা বলছেন, আমাদের জীবনটা কেটে গেলো একটা পাকা রাস্তার আশায়। অসংখ্য জায়গায় ধরনা দিয়েছি। এরপর নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ শুরু হয়। মাঝে কাজ বন্ধ করে দেওয়া হয়। কাজ শেষ করার ১৫ দিনে ভেঙে পড়ে রাস্তাটি।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ৮০ লাখ টাকায় ১১০০ মিটার রাস্তার কাজ পায় তন্ময় এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত বছরের ১৫ মে কাজ শুরু হয়ে চলতি বছরের ৩০ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও অনেক দেরিতে কাজ শুরু হয়। শেষে নিম্নমানের সামগ্রী দিয়ে চলতি বছরের ৩০ জুলাই কাজ শেষ হয়। একই দিনে কাজ বুঝিয়ে দিয়ে শতভাগ বিল তুলে নেন ঠিকাদার। গত ১৪ আগস্ট রাস্তাটি ভেঙে যায়।

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ শুরু হয়

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, রাস্তার কাজের মান নিয়ে সমস্যা নেই। নতুন রাস্তা, এ জন্য ভেঙে পড়েছে।

তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হয়েছিল। অনিয়ম পাওয়ায় আমরা মাঝখানে কাজ বন্ধ করে দিয়েছিলাম। পরবর্তীতে আবার কাজ করা হয়েছে। ধসে যাওয়া রাস্তা বর্ষা শেষে মেরামত করে দেওয়া হবে।

ঠিকাদারি প্রতিষ্ঠান তন্ময় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম.এ আল বাকি বলেন, বর্ষা মৌসুম হওয়ায় রাস্তাটি ধসে গেছে। বর্ষার পর সংস্কার করে দেবো। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি জানি। ঠিকাদারি প্রতিষ্ঠান তন্ময় এন্টারপ্রাইজকে চিঠি দেওয়া হয়েছে। যেহেতু এখন মাটি পাওয়া যাচ্ছে না তাই বর্ষার পর রাস্তাটি করে দেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
গরমে অতিষ্ঠ জনজীবন, বেশির ভাগ অঞ্চলে বইছে তাপপ্রবাহ
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক