X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একসঙ্গে দেড়শ কর্মকর্তা-কর্মচারীকে চাকরি ছাড়ার নোটিশ

খুলনা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:২৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:২৬

চুক্তি নবায়ন না হওয়ায় তিন মাস ধরে বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। কেপিসিএল নবায়নের আবেদনের ১০ মাস অতিবাহিত হয়ে গেছে। কিন্তু এখনও নবায়ন হয়নি। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে প্রতিষ্ঠানে কর্মরত প্রায় দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী। তাদের চাকরি ছাড়ার নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। অবিলম্বে প্ল্যান্টের চুক্তি নবায়নের দাবি জানিয়েছেন তারা।

প্ল্যান্টের প্রশাসনিক কর্মকর্তা ইঞ্জিনিয়ার ভোলানাথ রায় বলেন, পাঁচ বছর পর পর প্ল্যান্টটির চুক্তি নবায়ন করতে হয়। তৃতীয়বার নবায়নের জন্য ২০২০ সালের অক্টোবর মাসে আবেদন করা হয়। কিন্তু এখনও নবায়ন হয়নি। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের চাকরি ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।

প্ল্যান্টের ইনচার্জ মশিউল আজম বলেন, নবায়ন না হওয়ায় গত তিন মাস প্ল্যান্ট বন্ধ রয়েছে। যে কারণে কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে বাদ দিয়েছে। এই অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সরঞ্জাম, ড্রেস, মেধাবীদের বৃত্তি প্রদান করে শিক্ষা প্রসারে ভূমিকা রেখে আসছিলাম আমরা। প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় সে সহায়তা বন্ধ হয়ে গেলো। সহায়তা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছে পিছিয়ে পড়া শিক্ষার্থীরাও।

প্ল্যান্টের সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম তুহিন বলেন, আগামী মাস থেকে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি নেই। করোনাকালে চাকরি হারিয়ে বিপাকে আছি আমরা।

প্ল্যান্টের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, প্ল্যান্ট চালু না হলে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায় পড়তে হবে আমাদের। লেখাপড়া বন্ধ হবে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত প্রায় ৫০০ পরিবারের সন্তানের। আমি চরম হতাশায় ভুগছি। 

তিনি বলেন, ১৯৯৫ সালের ৫ ডিসেন্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ও লোডশেডিং থেকে দেশবাসীকে রক্ষার জন্য প্ল্যান্টটি চালু করেছিলেন। এ পর্যন্ত প্ল্যান্টটি বিদ্যুৎ সরবরাহ দিয়ে আসছে। তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন, প্ল্যান্টটি চালুর ব্যবস্থা করে দিন।

/এএম/
সম্পর্কিত
সোমবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা
ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি নীতিমালায় পরিবর্তন
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা