X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্ত্রীসহ ‘গরিবের ডাক্তার’কে হত্যা, এলাকাবাসীর মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৭

কুমিল্লার সুবর্ণপুরে পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন ও সফুরা খাতুন দম্পতি হত্যায় পুত্রবধূসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গত ৫ সেপ্টেম্বর মধ্যরাতে কুমিল্লার সুবর্ণপুরের নিজ বাড়িতে খুন হন পল্লী চিকিৎসক সৈয়দ বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা খাতুন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ঘাটন করে পুলিশ। গ্রেফতার করা হয় হত্যার মূল পরিকল্পনাকারী পুত্রবধূ নাজমুন নাহার চৌধুরী ওরফে শিউলি এবং তার দুই সহযোগী জহিরুল ইসলাম সানি ও মেহেদী হাসান তুহিনকে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার পুত্রবধূসহ তিন আসামি

মানববন্ধনে সুবর্ণপুর, বাড়াইপুর, জালুয়াপাড়াসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত এলাকাবাসী বলেন, ‘পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন ও তার স্ত্রী সফুরা খাতুন অত্যন্ত ভালো মানুষ ছিলেন। বিল্লাল হোসেনকে এলাকার মানুষ গরিবের ডাক্তার হিসেবে চিনতেন। তাদেরকে এমন নির্মমভাবে হত্যার বিষয়টি কিছুতেই মেনে নেওয়া যায় না।’ এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।

আসরের নামাজের পর সুবর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক দুই জানাজা শেষে নিহত দম্পতিকে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ পারিবারিক কলহ ও পরকীয়ার জের ধরে পূর্ব পরিকল্পনা মতো দুই সহযোগীকে নিয়ে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে হত্যা করেছেন পুত্রবধূ শিউলি।

পুলিশ বলছে, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ থেকেই এই খুন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকা তিনজনকে গ্রেফতারের পর আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি গিয়েছে। এরপর তিন খুনিকে পাঠানো হয়েছে কারাগারে।

/এফআর/
সম্পর্কিত
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!