X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে ৩ কোটি ২০ লাখ ডলারের জরুরি সহায়তা ঘোষণা চীনের

বিদেশ ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:২৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৬

আফগানিস্তানে ২০০ মিলিয়ন ইউয়ান বা প্রায় ৩ কোটি ১০ লাখ ডলারের জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে চীন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬৪ কোটি ১৮ লাখ টাকারও বেশি। চীনা সহায়তার মধ্যে থাকবে খাবার এবং করোনাভাইরাসের ভ্যাকসিনও।

আফগানিস্তানে গঠিত নতুন তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বেইজিং জরুরি সহায়তার বিষয়ে ঘোষণা দিয়েছে। বেইজিং জানিয়েছে, আফগানিস্তানে শৃঙ্খলা ফেরানোর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে গঠন করা হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার। গত সপ্তাহে আফগানিস্তানকে ‘ইসলামি আমিরাত’ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার এখনও বহু বাকি। তবে তালেবানের সঙ্গে সম্পর্ক স্থানে বেশি সময় নেয়নি চীন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, গত বুধবার আফগানিস্তানের প্রতিবেশী কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ত্রাণের হিসাব নির্ধারণ করা হয়। প্রতিবেশী দেশগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান।

ওয়াং ই এসব দেশকে আফগানিস্তানকে সাহায্য করতে সহায়তার আহ্বান জানান। তিনি জানান, চীন আফগানিস্তানকে ৩০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে কঠোর সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের দাবি, মার্কিন সেনারা আফগানিস্তানকে ধ্বংসস্তূপ বানিয়ে ছেড়েছে।

তালেবান কর্মকর্তারা চীনকে আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী আখ্যা দিয়েছেন। তারা মনে করেন, চীনা বিনিয়োগ ও সহায়তায় পুনর্গঠিত হবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভবন থেকে পড়ে চায়না নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি, সবাইকে সতর্ক থাকার আহ্বান
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
তিন লাল কার্ডের ম্যাচে মোহামেডানের খেলতে অস্বীকৃতি, আবাহনীকে জয়ী ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী