X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন 

পটুয়াখালী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:১২

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে একদিনের ব্যবধানে ফের ভেসে এসেছে ৬ ফুট লম্বা এক মৃত ইরাবতী ডলফিন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে সৈকতের সানসেট পয়েন্টে ডলফিনটি দেখতে পায় ট্যুর গাইড মো. ফজলুর রহমান। পরে তিনি বিষয়টি কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদেরকে জানান। খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের খবর দেন।

ট্যুর গাইড মো. ফজলুর রহমান বলেন, ট্যুরিস্ট নিয়ে লেম্বুরবন যাওয়ার পথে সৈকতে নামতেই মৃত ডলফিনটি চোখে পড়ে। সকালের জোয়ারে ডলফিনটি এখানে ভেসে এসে আটকে রয়েছে।

ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, প্রায় ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ডলফিনটির মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে এ ডলফিনটির মৃত্যু হয়েছে।

ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটা সৈকতের গতকাল দুটি ডলফিন ভেসে এসেছিল। সেগুলোর কলিজা, জিহবাসহ বেশ কিছু স্যাম্পল সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হয়। এখন যে ডলফিনটি এসেছে সেটির বিষয়ে বনবিভাগ ও মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, দুই দিনে কুয়াকাটা সৈকতে তিনটি মৃত শুশুক ও ইরাবতী ডলফিন ভেসে আসলো। বিষয়টা ভালো বার্তা দিচ্ছে না। এটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আমরা বনবিভাগের সঙ্গে কথা বলে ডলফিনের কিছু স্যাম্পল সংগ্রহ করে পরবর্তীতে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করবো।

পটুয়াখালী জেলা বন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, গতকাল ভেসে আসা মৃত ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আজও মৃত ডলফিনটির স্যাম্পল কালেকশন করে মাটিচাপা দিতে বলা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ৬ ফুট দৈর্ঘ্যের একটি ও বিকালে ৪ ফুটের অপর একটি মৃত ডলফিন সৈকতে ভেসে আসে। এ নিয়ে এ বছর কুয়াকাটা সৈকতের তীরে ২০টি মৃত ডলফিন ভেসে এসেছে। এভাবে ডলফিনের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি