X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ক্যান্সারের কাছে হার মানলেন আম্পায়ার নাদির শাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২১, ১২:২১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১২:৩১

বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ মারা গেছেন। ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে আর পেরে উঠলেন না। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ৫৭ বছর বয়সে মারা গেছেন এই ক্রিকেট আম্পায়ার।

এই তো গত সপ্তাহেই হাসপাতালের বেডে শুয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করেছিলেন নাদির। জানিয়েছিলেন, মাঠে ফিরতে আর তর সইছে না তার। কিন্তু মাঠে না ফিরে চলে গেলেন না ফেরার দেশে।

দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন নাদির। ২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে ‘গৃহবন্দি’ জীবন কাটছিল। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মাঠে ফেরা সম্ভব হয়নি তার।

নাদিরের জানাজা আজ (শুক্রবার) বাদ জুমা ধানমন্ডি ৭ নং মসজিদে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাদিরের মৃত্যুর খবর জানিয়ে বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘নাদির শাহ (১৯৬৪-২০২১)। আমাদের ভালোবাসার মানুষ, অতুলনীয় নাদির শাহ আর নেই। তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।’

শুধু তিনিই নন, বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা নাদিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট লিখেছেন, ‘আমাদের প্রাণপ্রিয় সদা হাস্যোজ্জ্বল সাবেক ক্রিকেটার এবং আইসিসি প্যানেল আম্পায়ার নাদির ভাই আর নেই। আজ ভোর রাত ৩টা ৪৮ মিনিটে তিনি ধানমন্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন (নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর নিশ্চয়ই তাঁর দিকে প্রত্যাবর্তনকারী)।’

সাবেক অধিনায়ক মাশরাফি লিখেছেন, “নাদির ভাই আপনার হাফ হাতা শার্ট ফোল্ড করে পরা, সবাই মিস করবে। বল ডেলিভারি দিয়ে ফিরে আসার সময় ফ্রন্ট লেগ টাইট হয়ে গেলে রাগ করে বলতেন, ‘ম্যাশ ইউ গেটিং টাইট ক্যাম ব্যাক লিটিলবিট।’ আর ডেঞ্জার জোনে পা গেলে তো রক্ষা নেই। আপনার ইংরেজী বলা, আপনার সঙ্গে অসংখ্য মজার মুহূর্তগুলো আজ স্মৃতি হয়ে গেলো। আপনি একটা সানগ্লাস চেয়েছিলেন, তা আমি পৌঁছানোর আগেই চলে গেলেন। খুব খারাপ লাগছে। ওপারে ভালো থাকবেন ভাই, আল্লাহ সহায় হোন।”

২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু হয়েছিল নাদির শাহর। ৪০ ওয়ানডের পাশাপাশি ৩ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তার মৃতু্তে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

/আরআই/কেআর/
সম্পর্কিত
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
মিরপুরে তামিম-শান্তর রুদ্ধদ্বার বৈঠক!
চলতি অর্থবছরে বিসিবির নিট আয় ৩৯ কোটি
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া