X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘হাওর এলাকায় দ্রুত উড়াল সেতু নির্মাণ শুরু হবে’

সুনামগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:১০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:১০

সুনামগঞ্জের হাওর এলাকার উন্নয়নের জন্য যৌক্তিক প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘হাওরের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করে প্রকল্প গ্রহণ করতে হবে। না হলে হাওরের পরিবেশ বিপন্ন হবে। সরকার ইতোমধ্যে হাওর এলাকার উন্নয়নের জন্য বেশকিছু প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের মধ্যে কিছু অনুমোদন হয়েছে, আরও কিছু অনুমোদনের অপেক্ষায় আছে। হাওর এলাকায় উড়াল সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে।’

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসন আয়োজিত নবগঠিত মধ্যনগর উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ‘উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা শেষে মন্ত্রী এ কথা বলেন। সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘দেশের চারদিকে উন্নয়ন আর উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে উন্নয়নের বিকল্প কিছু নেই। তিনি হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছেন। হাওরের মানুষের যত দুর্ভোগ রয়েছে তা ক্রমান্বয়ে দূর করা হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। অনেক প্রতিকূলতা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যনগর থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়েছে। উপজেলা হওয়ার সুফল ভোগ করবেন চারটি ইউনিয়নের সাধারণ মানুষ। মধ্যনগরবাসী উপজেলা পেয়ে আনন্দিত। মানুষের আনন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘ওই উপজেলার উন্নয়নের জন্য আমি সব কিছু করব। কারণ বাংলাদেশের এমন কোনও জায়গা নেই যেখানে উন্নয়ন হচ্ছে না। যে দিকেই তাকাবেন দেখবেন, উন্নয়ন আর উন্নয়ন। স্বাধীনতার পরাজিত শক্তি এখনও আমাদের দেশে রয়ে গেছে, তারা আড়াল থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের উন্নয়ন হোক তারা চায় না।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
রাজউকের খালে ডিএনসিসির পরিষ্কার কার্যক্রম
সবাইকে মশা নিধনে এগিয়ে আসতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
এডিস মশার প্রকোপ কমাতে ডিসিদের নির্দেশ
সর্বশেষ খবর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!