X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১
রোকেয়া বিশ্ববিদ্যালয়

শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৬

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষক-শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে নগদ অর্থ ও দুটি মোবাইল ফোন ছিনতাই করার ঘটনার প্রধান আসামি রিফাত হোসেন ওরফে আলিফকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি, দুটি মোবাইল ফোন এবং ছিনতাই করা টাকার ভাগ হিসেবে পাওয়া ৭শ’ টাকা।

শনিবার দুপুরে রংপুর নগরীর পায়রা চত্বরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপপুলিশ কমিশনার (অপরাধ) মারুফুল ইসলাম। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদের রুমে অতিথি আসে। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি প্রাইভেট মেসে অতিথিকে রাখতে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন পার্কের মোড় এলাকায় পৌঁছলে একদল সন্ত্রাসী পথ রোধ করে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন কেড়ে নেয়।

এদিকে, ওই রাতেই ভোরে ফজরের নামাজ পড়ে মর্নিংওয়াকে যাচ্ছিলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান। সে সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালবাগ এলাকায় একদল সন্ত্রাসী তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত ওই দুই শিক্ষক-শিক্ষার্থীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার বিকালে শিক্ষার্থী পরাগ মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় তাজহাট থানায় দুটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পরপরই নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে বিকালে ঘটনার প্রধান আসামি রিফাত হোসেন ওরফে আলিফকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে লুণ্ঠিত মোবাইল ফোন ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি ও নগদ ৭শ’ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ ঘটনায় নেতৃত্ব দেওয়ার কথা এবং সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পুলিশ জানায় ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উপপুলিশ কমিশনার মারুফুল ইসলাম জানান, ‘এ ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত তাদের গ্রেফতার করে বিচারের জন্য সোপর্দ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়১২ বছর পর জানা গেলো জালিয়াতি করে নিয়োগ পেয়েছেন অধ্যাপক
বেরোবিতে গাঁজার আসর, ৬ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া