X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্কুলে ফিরলেন নওশাবা, ছাত্রী হলেন দশম শ্রেণীর!

বিনোদন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৩

টানা ১৮ মাস পর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে যাচ্ছে ১২ সেপ্টেম্বর থেকে। তবে তারও ঠিক দুদিন আগেই স্কুলের ফিরলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ!

গাজীপুর জেলার কালিগঞ্জের চুপাইর হাই স্কুলে তিনি দশম শ্রেণীর ক্লাস করছেন নিয়মিত, মাতছেন বন্ধুদের সঙ্গে হৈ-হুল্লোড়ে। সোশ্যাল হ্যান্ডেলে অন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন, ‘তোমাদের ক্লাস খোলেনাই, আমাদের ক্লাস খুলে গেছে, হৈ হৈ হৈ!’ সঙ্গে জুড়ে দিলেন ক্লাসরুমের ছবিও। যেখানে ব্যাক-বেঞ্চার হিসেবে সাদা স্কুল ড্রেস পরে বসে আছেন নওশাবা।

মূলত এটি একটি টেলিছবির কাজ। নাম ‘সব সোমার দোষ’। যেখানে স্কুল শিক্ষার্থী সোমা চরিত্রে অভিনয় করছেন নওশাবা। এটি নির্মাণ করছেন রানা ইব্রাহিম।

কালিগঞ্জ থেকে নওশাবা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুদিন (১০ ও ১১ সেপ্টেম্বর) হলো কালিগঞ্জে আছি। গল্পটি দারুণ। চরিত্রটি চ্যালেঞ্জিং। তারচেয়ে বড় বিষয়, খুব টেনশনে ছিলাম ও আছি। কারণ, সেই কবে স্কুল ছেড়েছি মনেও নেই। এখন আবার স্কুল ড্রেস পরে টিনএজ চরিত্রে অভিনয় করছি। নির্মাতা সাহস দিচ্ছেন বলেই কাজটি করতে পারছি।’

ব্রোকেন ফ্যামিলির সোমা নামের একটা মেয়ের গল্প বলা হবে এতে। যার শৈশব ও বেড়ে ওঠা বাবা-মাকে ছাড়াই। ফলে তার স্বাভাবিক বিকাশ হয়নি। তাই তার আচরণে স্কুলে নানা সমস্যার সৃষ্টি হয়। তার অনেক রাগ। ভালো কিছু করতে চাইলেও অন্যরা সেটা খারাপ বলে। সে আসলে ঠিক বুঝতে পারে না- ভালো-মন্দের ফারাক।

স্কুলে ফিরলেন নওশাবা, ছাত্রী হলেন দশম শ্রেণীর! নওশাবা বলেন, ‘সবাই বলছে সব দোষ সোমার। কিন্তু আসলে কি তাই? নাকি সোমার এই পরিস্থিতির জন্য দায়ী তার বাবা-মা বা এই সমাজ ব্যবস্থা- এসবের উত্তর খোঁজা হবে এই গল্পটির মাধ্যমে। এমন কাজ আমাদের এখানে সচরাচর হয় না। কাজটি করে সত্যিই ভালো লাগছে।’

জানা গেছে, শুটিং শেষে শিগগিরিই টেলিছবিটি প্রচার হবে যে কোনও একটি বেসরকারি টিভি চ্যানেলে। উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলেও।

/এমএম/
সম্পর্কিত
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ‘মেঘনা কন্যা’র ইফতার
শাকিব-শরিফুলের ঈদ বহরে যুক্ত হলেন নওশাবা!
শাকিব-শরিফুলের ঈদ বহরে যুক্ত হলেন নওশাবা!
সংলাপহীন ছবি, চীন-লন্ডন ঘুরে এবার দেশের উৎসবে
সংলাপহীন ছবি, চীন-লন্ডন ঘুরে এবার দেশের উৎসবে
১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে নওশাবার সিনেমা
১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে নওশাবার সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম