X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বন্যপ্রাণী রক্ষায় ৯৮০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে সাফারি পার্ক

মৌলভীবাজার প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩০

বনভূমি ও বন্যপ্রাণী রক্ষায় মৌলভীবাজার জুড়ী উপজেলার লাঠিটিলায় ৯৮০ কোটি টাকা ব্যয়ে দেশের তৃতীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন।

তিনি বলেছেন, ‘জুড়ী উপজেলাবাসী ঐক্যবদ্ধ থাকলে কোনও অপপ্রচারই জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণে প্রতিবন্ধতা সৃষ্টি করতে পারবে না। বর্তমান সরকার জনবান্ধব সরকার। গ্রিন, ক্লিন জুড়ী প্রকল্পের আওতায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জুড়ী বড়লেখাকে আলোকিত করে তুলতে পাঁচ কোটি টাকার সৌরবিদ্যুৎ বাল্ব সড়কে বসানো হচ্ছে। আপনারা সব অপপ্রচার প্রতিরোধে সবসময় প্রস্তুত থাকবেন। যারা উন্নয়নে বাধাগ্রস্ত সৃষ্টি করবে তাদেরকে দাঁতভাঙা জবাব দিতে হবে।’

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে চা-শ্রমিকদের এককালীন আর্থিক অনুদান ও দুরারোগ্য রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা হিসেবে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানার সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিনের  পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী উপজেলার তিন হাজার ৪৪৭ জন চা শ্রমিকের মাঝে পাঁচ হাজার টাকা করে এক কোটি ৭২ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়। একজন দুরারোগ্য রোগীকে ৫০ হাজার ও ১০ সংস্কৃতিসেবীকে ২৫ হাজার টাকার করে দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মৎস্যঘের থেকে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমির উদ্ধার
বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
বন্য শূকরের আক্রমণে নারীসহ ৫ কৃষক আহত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা