X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৯/১১ হামলার ২০ বছর: চোখের জলে নিহতদের স্মরণ

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৯

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় (৯/১১ সন্ত্রাসী হামলা) নিহতদের চোখের জলে স্মরণ করেছেন স্বজনরা। ১১ সেপ্টেম্বর হামলার ২০ বছর পূর্তি উপলক্ষে টুইন টাওয়ারের ধ্বংসস্তুপের পাশে গ্রাউন্ড জিরোতে তারা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় অনেকে চোখের জল ফেলেন। 

ওই হামলায় লিসা রেইনা নামে একজন হারিয়েছেন তার স্বামীকে। তিনি বলেন, ‘২০ বছর হিসাব করলে অনেক সময়; কিন্তু অনুভূতিটা এমন, যেন গতকালের ঘটনা’।

ছিনতাই করা ওই বিমানটি বিধ্বস্তের সময় থেকে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকাল ৮টা ৪৬ মিনিট থেকে তারা ১ মিনিট নীরবতা পালন করেন। ২০২১ সালের ঠিক এই সময়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর টাওয়ারে প্রথমে হামলা হয়। গ্রাউন্ড জিরো মেমোরিয়ালে নিহতদের নামের পাশে দিনভর পুষ্পমাল্য অর্পণ করেন স্বজনসহ অন্যান্য নাগরিকরা। 

দুই দশক আগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধসে পড়ার স্থানে জড়ো হন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটন। তাদের সবার পরনে ছিল নীল রঙের রিবন। নিরবতার মাধ্যমে শ্রদ্ধা জানাতে তারা সবাই বুকে হাত রেখে দাঁড়ান। সেখানে জড়ো হন কয়েক হাজার মার্কিন জনগণ। অনেকের হাতে ছিল নিহত স্বজনের ছবি।

আরও ৫টি মুহূর্তে নীরবতা পালন করা হয়। এর মধ্যে দক্ষিণ টাওয়ারে দ্বিতীয় প্লেন হামলার সময় একবার, ভার্জিনিয়ার পেন্টগনে তৃতীয় জেট বিমান হামলার সময়ে একবার, পেনসিলভানিয়াতে চতুর্থ প্লেন হামলার সময় এবং সর্বশেষ টাওয়ার ধ্বংসের সময় থেকে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

এদিকে, আলোর দুটি রশ্মি চার মাইল উচ্চে আকাশে জ্বলতে দেখা গেছে, যে পর্যন্ত  টাওয়ারগুলো দাঁড়িয়ে ছিল। নিহতদের স্মরণের এই আনুষ্ঠানিকতা রাত পর্যন্ত চলবে।

উল্লেখ্য ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন ২ হাজার ৯৭৭ জন মানুষ। যাত্রীবাহী বিমান ব্যবহার করে টুইন টাওয়ারে চালানো সন্ত্রাসী হামলাকে মনে করা হয় আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনাগুলোর একটি। আলকায়েদাকে এ হামলার জন্য দায়ী করা হয়।  

সূত্র: বিবিসি

/আইএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা