X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

দেশে দক্ষ জনশক্তির অভাব: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৪আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৭

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের উন্নয়নে অবদান রাখছেন। তাদের অবদান অস্বীকার করা যাবে না। তবে দেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। পাশের দেশ নেপাল, ভারত ও শ্রীলঙ্কার দক্ষ জনশক্তি বিদেশে গিয়ে বেশি টাকা রোজগার করে। আমাদের দেশের প্রবাসীরাও কারিগরি দক্ষতা অর্জন করে বিদেশ গেলে বেশি টাকা আয় করতে পারবেন।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাও এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এম এ মান্নান বলেন, বাংলাদেশের মানুষ কাজকর্মে মেশিনারিজ ব্যবহারের দিকে অনেক পিছিয়ে আছে। অথচ উন্নত বিশ্বের মানুষ মেশিনারিজের ব্যবহারের সবচেয়ে বেশি এগিয়ে গেছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে কাজকর্মে মেশিনের ব্যবহার ও প্রয়োগ বাড়াতে হবে। 

তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে আমাদের বেশি মনোযোগ দিতে হবে। বাঙালিরাও উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ দেশের পিছিয়ে থাকা মানুষের কল্যাণে কাজ করে। হাওর এলাকার গরিব মানুষের জীবনমানের উন্নয়ন করতে হবে। দেশের সিংহভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এখন ঘরের মা-বোনেরাও রাতে বিদুত্যের বাতি জ্বালিয়ে কাজ করতে পারেন।

ইমরান আহমদ বলেন, বিদেশগামী মানুষকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এখন থেকে যারা বিদেশে যাবে বা যেতে ইচ্ছুক তারা যদি কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে যান, তাহলে বেশি বেতনে চাকরি করতে পারবেন। সারাদেশে ১০০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। এসব কেন্দ্রের মধ্যে সিলেট বিভাগে হবে আটটি। সুনামগঞ্জে হবে চারটি। সরকার উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে।

অনুষ্ঠানে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও জেলা পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জের প্রতিটি উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান। 

দেড় একর জায়গায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একটি একাডেমিক ভবন, হোস্টেল ও পাম্প হাউজসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। এখানে সাতটি ট্রেডে ২০০ প্রবাসগামী ব্যক্তির প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন। আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসন রতন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
ডিসিদের আরও বেশি জনবান্ধব হওয়ার আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর
বৈদেশিক ঋণের অর্থ ছাড়কে অগ্রাধিকার দেবো: পরিকল্পনামন্ত্রী
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিকল্পনামন্ত্রীকে কারণ দর্শানোর নোটিশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক