X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

টিকা নিয়ে অনিশ্চয়তায় রাবির বিদেশি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩

করোনার কারণে দীর্ঘ বন্ধের পর দেশের স্কুল-কলেজ খুলেছে। বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে ইতোমধ্যে শিক্ষার্থীদের করোনার টিকা গ্রহণের তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিকাংশ শিক্ষার্থী টিকার আওতায় এসেছেন। তবে টিকা পাননি রাবিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন‍্যাশনাল ডরমিটরি সূত্রে জানা গেছে, ডরমিটরিতে এমফিল ও পিএইচডি মিলিয়ে ৮৫ জনে শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ডরমিটরিতে অবস্থান করছেন ৩৫ জন। তাদের কেউই টিকার জন্য নিবন্ধন করতে পারেননি।

ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক আশাদুল হক জানান, গত বছরের জুন থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে ইউজিসিতে বিদেশি শিক্ষার্থীদের তথ্য দেওয়া হয়েছে। কিন্তু করোনা টিকার নিবন্ধনের জন্য তৈরি সুরক্ষা অ্যাপে বিদেশি শিক্ষার্থীদের অপশন নেই।

তিনি আরও বলেন, গত ৯ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো বিদেশি শিক্ষার্থীদের পাসপোর্টের ফটোকপিসহ প্রয়োজনী তথ্য রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী করোনা টিকার আওতায় এসেছেন। তবে জাতীয় পরিচয়পত্র না থাকায় এখনও কিছু শিক্ষার্থী টিকার নিবন্ধন করতে পারেননি।

বিদেশি শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা একাধিকবার তথ্য দিয়েছি। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর ৮৫ বিদেশি শিক্ষার্থীদের তথ্য দেওয়া হয়। এখন ইউজিসি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে তথ্য চেয়েছি। যারা দিয়েছে তাদের তথ্য স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে বিদেশি শিক্ষার্থীরা আবদেন করতে পারবেন।

/এসএইচ/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা