X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিনা নোটিশে কারখানার ১৭ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ২২:০২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:০২

গাজীপুরের শ্রীপুরে পূর্ব নোটিশ ছাড়াই ১৭ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের প্যারাডাইজ স্পিনিং মিলস লিমিটেড কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই ১৭ জনের পক্ষে রবিবার (১২ সেপ্টেম্বর) বিকালে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- প্যারাডাইজ স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন, স্টোর ব্যবস্থাপক সিরাজুল ইসলাম ও জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম।

চাকরি হারানো ওই কারখানার প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমানের অভিযোগ, ‘গত ১৯ আগস্ট কারখানা কর্তৃপক্ষ ভাড়াটে লোকজন এনে খুন-জখমের হুমকি দিয়ে বিভিন্ন বিভাগের ১৭ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করে। আজ শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতার দাবি জানালে ভাড়াটে লোকজনের মাধ্যমে কর্তৃপক্ষ অশ্লীল ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখিয়ে বের করে দেয়। বর্তমানে বেতন না পেয়ে চাকরিচ্যুতরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।’

ভুক্তভোগী জ্যেষ্ঠ উৎপাদন কর্মকর্তা শাহজাহান বলেন, ‘বেতন না পাওয়ায় দোকান বাকি, বাসা ভাড়া আটকে গেছে। স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।’

এসি সংরক্ষণকর্মী মাসুদ বলেন, ‘হঠাৎ বেতন বন্ধ ও চাকরিচ্যুত করায় জীবিকা নির্বাহে দুঃসময় মোকাবিলা করতে হচ্ছে। চাকরিচ্যুত করলেও শ্রম আইন অনুযায়ী ভাতা প্রদান না করে উল্টো মিথ্যা মামলার হুমকি দিচ্ছে কর্তৃপক্ষ।’

এ বিষয়ে কারখানার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর কারখানার গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এরপর থেকে উৎপাদন বন্ধ। তাছাড়া আগে যিনি কারখানা পরিচালনা করতেন, তিনি ভাড়ায় চালিয়েছেন। বর্তমানে মূল মালিক এসেছেন। কোনও কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়নি। আগস্ট মাসের বেতন দেওয়ার সময় হয়নি। কারখানার কেউ বেতন পায়নি। আমরা বেতন পেলে তারাও পাবে। এখন কারখানা বন্ধ রয়েছে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, চাকরিচ্যুতি ও ন্যায্য পাওনার দাবিতে একটি অভিযোগ পাওয়া গেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি তদন্তের ব্যবস্থা নেবেন।

/এফআর/
সম্পর্কিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
এক পদে ৯০ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা