X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অবৈধ দখলদারদের নোটিস ছাড়াই উচ্ছেদ করা হবে: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫

কোনও অবৈধ দখলদার ছাড় পাবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, দখলদারদের উচ্ছেদ এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে কাউকে নোটিস দেওয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন এ্যাসফল্ট প্ল্যান্টের জমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, গাবতলী থেকে মোহাম্মদপুরগামী বেড়িবাঁধ সড়কে বেদখল হওয়া জমি উদ্ধার করা হবে। গাবতলী হাটের পিছনের দিকের অংশে আমারা ওয়াল নির্মাণ করেছি। কিছু কিছু জায়গায় পকেট গেট রয়েছে‑ এগুলোসহ পূর্ব দিকের কিছু অংশে দখল হয়েছে। আমরা এগুলো উদ্ধার করবো। কোন দখলদার ছাড় পাবে না। দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনার ক্ষেত্রে কাউকে নোটিস দেওয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমাদের টার্গেটগুলোকে কয়েকটিভাগে ভাগ করেছি।

ডিএনসিসি মেয়র বলেন, এখানে ওয়াসার ৫৪ একর জমি অধিগ্রহণ করা আছে। যাদের থেকে অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে সরকার টাকাও দিয়েছে। কিন্তু এই জায়গা দখলদাররা দখল করে রেখেছে। যে যার মতো করে দখল করে রেখেছে, কাজ করতে গেলেই বাধা আসে। তবে আমাদের কাজ শুরু হয়েছে। দখলদাররা কেউ ছাড় পাবে না, কেউ নোটিসও পাবে না‑ অভিযানের মাধ্যমে এগুলো উচ্ছেদ করা হবে। এখানে রিটেনশনপন্ড হবে।

তিনি আরও বলেন, আমাদের এখানকার পশ্চিম পাশের ওয়ালগুলোকে তিন-চার মাসের মধ্যে একটি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আনবো। আর এখানে যে খালগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা ডিজাইন করে ফেলেছি, এরপর এটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। দখলদারদের বিরুদ্ধে জনপ্রতিনিধিসহ সবাইকে সোচ্চার হতে হবে।

অভিযানকালে স্থানীয় কাউন্সিলরসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমএস/
সম্পর্কিত
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক