X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ২ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:১১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীসহ তিন জনকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও ডেইলপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. এরফানুল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সদর, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. এরফানুল হক চৌধুরী বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের সংবাদ পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানকে নির্বাচনি ক্যাম্প হিসেবে ব্যবহার এবং একাধিক মাইকে প্রচারণার দায়ে চেয়ারম্যান প্রার্থী আবু সৈয়দ ও জিয়াউর রহমান জিহাদসহ তিন জনকে ১৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চলবে।’ 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম বলেন, ‘কেউ ইউপি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা ভোটারদের কাছে অঙ্গীকারবদ্ধ। এজন্য সেভাবে কাজ চালিয়ে যাচ্ছি আমরা।’

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া টেকনাফ উপজেলার চার ইউনিয়নের নির্বাচনে ২৫ চেয়ারম্যান, ৬৮ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী এবং ৩৩৭ জন পুরুষ সদস্য প্রার্থী অংশ নিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে সব প্রস্তুতি নেওয়া চলছে। উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নে মোট ভোটর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৭৫৬ জন। তার মধ্যে ৫৯ হাজার ২৬৫ জন নারী এবং ৫৮ হাজার ৪৫১ জন পুরুষ ভোটার রয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে আপাতত সেন্টমার্টিন ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি