X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২০০ বছরের পুরনো লাইনে চলছে না নতুন ইঞ্জিন 

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৩

দীর্ঘদিনেও সংস্কার ও মেরামত না হওয়ায় ময়মনসিংহের পুরোনো রেললাইনে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। লাইনের বেহাল দশার কারণে প্রায়ই ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়ে ঘটছে দুর্ঘটনা। এছাড়া ২০০ বছর আগে স্থাপিত ময়মনসিংহের রেললাইন পুরনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন কেনা রেল ইঞ্জিন চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে দ্রুতগতি ও উন্নত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ যাত্রীরা। 

স্থানীয়রা জানান, ময়মনসিংহের রেললাইনগুলোতে নেই পর্যাপ্ত পাথর। পুরোনো কাঠের স্লিপার ভেঙে-চুড়ে গেছে ও লাইনের কাঠের স্লিপারের সঙ্গে লাগানো হুক-বোল্ট ও ডগ স্পাইকও চুরি হয়ে গেছে। একই অবস্থা ব্রিটিশ আমলে নির্মিত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর রেল ব্রিজটির। ফলে যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়েই ট্রেনে চলাচল করছেন। 

জানা যায়, প্রায় দুইশ’ বছর আগে ময়মনসিংহ ও আশপাশের ২৫০ কিলোমিটার রেললাইন স্থাপিত হয়। তবে এর বেশিরভাগই এখন বেহাল দশায় রয়েছে। নিয়মিত সংস্কার, পুরনো সরিয়ে নতুন লাইন প্রতিস্থাপন না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন সাধারণ যাত্রীরা। 

নষ্ট হয়ে গেছে পুরনো স্লিপার, লাইন থেকে সরে গেছে পাথর সরেজমিনে দেখা গেছে, রেললাইনে পাথর নেই বললেই চলে। লাইনের কাঠের স্লিপারগুলোও অনেক পুরনো, আবার অনেক স্লিপার ভাঙাচোড়া। কাঠের স্লিপারের সঙ্গে থাকা হুক-বোল্ট ও ডগ স্পাইকের বেশিরভাগই চুরি হয়ে গেছে। এ কারণে রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।  

এদিকে ঝুঁকিপূর্ণ রেললাইন দিয়ে নতুন কেনা রেল ইঞ্জিন চালানো সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, নড়বড়ে এবং বেহালদশার লাইনের কারণে ময়মনসিংহের রেল রুটে সম্প্রতি দক্ষিণ কোরিয়া থেকে আনা লোকোমোটিভ ইঞ্জিনের একটিও চালানো সম্ভব হয়নি। ২০০ হর্স পাওয়ারের অধিক ক্ষমতা সম্পন্ন লোকোমোটিভ ইঞ্জিন অনেক বড় এবং ওজন বেশি হওয়ায় পুরনো লাইনে ব্যবহার করা যাচ্ছে না।

সূত্র জানায়, ময়মনসিংহের বিভ্ন্নি রুটের লাইনের এক্সেল লোড (ভারবহন ক্ষমতা) ১০-১১। কিন্তু নতুন ইঞ্জিনগুলোর এক্সেল লোড ১৫। বর্তমানে এসব ইঞ্জিন শুধু ঢাকা-চট্টগ্রাম ও উত্তরবঙ্গ রুটে চালানো সম্ভব।  
ময়মনসিংহ রেল স্টেশন স্থানীয় রেলওয়ে স্টেশন সংলগ্ন মালগুদাম এলাকার বাসিন্দা কামরুল হাসান বলেন, রেল লাভজনক হলেও তা সারাদেশের মানুষের যাতায়াতের ক্ষেত্রে সহজ মাধ্যমে হয়ে উঠছে না। রেলের কর্মকর্তারা আন্তরিক হলে পুরনো লাইন সংস্কার ও মেরামত করে নতুন লাইন বসানো সম্ভব। কারণ পুরনো লাইনের থেকে প্রায়ই হুক বোল্ট ও ডকস্পাইক চুরি হয়ে যাচ্ছে। বিশেষ করে নেশাগ্রস্তরা টাকার জন্য রেলের এসব যন্ত্রপাতি চুরি করে খুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এছাড়া পুরনো কাঠের স্লিপারগুলোও পচে নষ্ট হয়ে ভেঙে গেছে। এছাড়া লাইনের নিরাপত্তায় দেওয়া পাথরও এখন নেই বললেই চলে বলে জানান তিনি।  
 
একই অবস্থা ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ব্রিটিশ আমলের রেল ব্রিজটির। স্থানীয় ব্রিজ সংলগ্ন বসবাসরত বাসিন্দা গৃহবধূ সাম্মি আক্তার বলেন, ব্রিজের ওপর রেললাইনের স্লিপারগুলো পচে ও ভেঙে গেছে। এছাড়া হুক বোল্ট ও ডকস্পাইক চুরি হয়ে যাওয়ায় হেলেদুলে ট্রেন চলার সময় মনে হয় ব্রিজ ভেঙে যেকোনও সময় ট্রেন নদীতে পড়ে যাবে। 

ব্রিজের রেল স্লিপার পচে নষ্টে হয়ে গেছে পুরোনো রেললাইনের কারণে সেবার মান উন্নত হচ্ছে না বলে স্বীকার করেছেন ময়মনসিংহ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ময়মনসিংহ থেকে আশপাশের জেলাসহ ঢাকা রুটে ২৫০ কিলোমিটার রেললাইন আছে। পুরনো লাইন সরিয়ে নতুন লাইন বসানোর জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়াধীন আছে। প্রকল্প বাস্তবায়ন হলে উন্নত সেবা ও ট্রেনের দ্রুতগতি নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।   

উল্লেখ্য, ময়মনসিংহ থেকে প্রতিদিন সাতটি আন্তঃনগরসহ ২৮টি ট্রেন ঢাকা, চট্টগ্রাম, নেত্রকোনা, সিলেটসহ দেশের বিভিন্ন রুটে যাতায়াত করছে। এসব ট্রেনে দ্রুতগতির ইঞ্জিন ও উন্নত বগি দেওয়া সম্ভব হচ্ছে না রেললাইনের বেহাল দশার জন্য। এ অবস্থায় রেললাইনের সংস্কার ও উন্নয়নের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।   

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা