X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

বাবাও চান বিশ্বকাপে ভালো খেলুক লিটন দাস

বিপুল সরকার সানি, দিনাজপুর
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ১৭ অক্টোবর। গত ৯ সেপ্টেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন দিনাজপুরের ছেলে লিটন কুমার দাস। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন দাস খেলার সুযোগ পাওয়ায় আনন্দিত পরিবার ও দিনাজপুরবাসী। সবার প্রত্যাশা, বিশ্বকাপে ভালো করবেন লিটন দাস।

লিটন দাসের বাবা বাচ্চু দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্কুল ছুটি হওয়ার পরও বাড়ি ফিরতো না লিটন। বন্ধুদের সঙ্গে মাঠে খেলতো। দোকান থেকে ফিরে এসে দেখতাম, সে বাড়িতে ফেরেনি। এরপর তাকে মাঠ থেকে নিয়ে আসতাম। অনেক সময় খাবার না খেয়েই ব্যাট নিয়ে মাঠে চলে যেতো। কোনও কিছুর জন্যই খেলা ছাড়তো না।’

আজকের অবস্থানে আসার পেছনে লিটন দাসের চেষ্টাকে বড় করে দেখছেন বাচ্চু দাস

তিনি বলেন, ‘আমরা মধ্যবিত্ত মানুষ। সে সময় আর্থিক সমস্যা থাকলেও কখনও কারও কাছে হাত পাতিনি। লিটনের চেষ্টা ছিল, আমাদের ছিল সাপোর্ট। মূলত ওর চেষ্টাকে আমরা বড় করে দেখেছি। আমার বড় ছেলে বাপ্পি তাকে (লিটন) বেশ সহযোগিতা করেছে। সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন দিনাজপুর জেলা ক্রিকেট টিমের কোচ ও প্রচেষ্টা ক্রিকেট কোচিং সেন্টারের পরিচালক আবু সামাদ মিঠু।’

লিটনের বাবা আরও বলেন, ‘আবু সামাদ মিঠুর ​কাছে লিটন দাসের হাতেখড়ি। এরপর সেখান থেকে সে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সুযোগ পায়। বিকেএসপির কোচরা তাকে অনেক সহযোগিতা করেছেন। পরে জাতীয় ক্রিকেট দলে সুযোগ পায়। সে খুব পরিশ্রম করেই এই জায়গা এসেছে। বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন খেলবে, এটাই চাই।’

লিটন দাসের বড় ভাই বাপ্পি দাস বলেন, ‘আমার ভাই দেশের হয়ে খেলছে, এর চেয়ে বড় আনন্দের আর কী হতে পারে? আমাদের চাওয়া, লিটন এবং বাংলাদেশ দল ভালো খেলুক।’

লিটন দাসকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন কোচ আবু সামাদ মিঠু। তিনি বলেন, ‘লিটন দাস বিশ্বকাপে সুযোগ পেয়েছে, এটা আমাদের জন্য আনন্দ ও গর্বের। আমরা আশা করি এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে, লিটন দাসও ভালো করবে। সে ভালো খেলুক এটা আমার প্রত্যাশা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন সুযোগ পাওয়ায় খুশি দিনাজপুরবাসী (ফাইল ছবি)

দিনাজপুর আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আজাদুর রহমান বিপু বলেন, ‘লিটন তার পারফরমেন্সের বিচারে এ অবস্থানে এসেছেন। দিনাজপুরে এলে সে সমসাময়িক খেলোয়াড়দের সঙ্গে রীতিমতো অনুশীলন করে। আগামী দিনে সে পথ প্রদর্শক হবে।’

বিকেএসপির দিনাজপুরের উপ-পরিচালক আখিনুজ্জামান বলেন, ‘লিটন দাস বিশ্বকাপে সুযোগ পেয়েছেন, এটা খুবই আনন্দের খবর। তার কাছে দেশবাসীর যেমন প্রত্যাশা, আমাদের বিকেএসপির কর্মকর্তা-কোচদেরও একই প্রত্যাশা। তার দেওয়ার সক্ষমতা আছে।’

সানসাইন ক্রিকেট একাডেমির শিক্ষার্থী ফরিদুল ইসলাম সবুজ বলেন, ‘লিটন দাস বিশ্বকাপে ভালো কিছু উপহার দেবেন, দিনাজপুরবাসী তার কাছে এটাই প্রত্যাশা করে। তার কাছ থেকে আমরা খেলায় অনুপ্রেরণা পাই।’

বাবারও প্রত্যাশা, বিশ্বকাপে ভালো করবেন লিটন দাস

মুকুল চন্দ্র রায় বলেন, ‘আমাদের দিনাজপুরের কৃতি সন্তান লিটন কুমার দাস দাদার জন্য আমরা সবাই দোয়া ও আশীর্বাদ রাখি। তিনি অনেক ভালো খেলোয়াড় ও ক্লাসিক্যাল ব্যাটসম্যান। তার কাছ থেকে আমরা ভালো কিছু কামনা করি। সামনের বিশ্বকাপে তিনি যেন অনেক ভালো করেন, পাশাপাশি বাংলাদেশও যেন ভালো করে, এটাই আমাদের চাওয়া।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
বিতর্কিত দ্বীপ নিয়ে জাপানের কূটনীতিককে তলব দ. কোরিয়ার
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
সন্তানদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয়েছে চা বিক্রেতা মনিরুজ্জামানের
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
সিজারে প্রসূতির মৃত্যু, মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর
সিজারে প্রসূতির মৃত্যু, মুচলেকা নিয়ে মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি