X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দাফনের ৩৬ দিন পর কবর থেকে ২ লাশ উত্তোলন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩

বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট পানে মৃত্যুর ঘটনায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে দাফনের ৩৬ দিন পর কবর থেকে দুটি লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি উত্তোলন করা হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রবিন শীষ এবং সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদের উপস্থিতিতে লাশ দুটি তোলা হয়। এরপর সেটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, অস্বাভাবিক মৃত্যুর এই লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। গত ৯ আগস্ট ময়নাতদন্তের জন্য আবেদন করে পুলিশ। এরপর আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ দুটি শিয়ালকোল রঘুনাথপুর কবরস্থান থেকে তুলে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার সেগুলো যথাযথ স্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ আগস্ট সদর উপজেলায় শিয়ালকোল ইউনিয়নের দুটি গ্রামে রেকটিফায়েড স্পিরিট পান করে তিন জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন– রঘুনাথপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবদুল ওয়াহাব (৩০) এবং সিকিম আলীর ছেলে আবদুল (৩২), সরাইচন্ডী গ্রামের আবু তাহের (৫০)। স্থানীয়দের কাছে এমন মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে রঘুনাথপুর গ্রামে মৃত দুজনকে দাফন করা হয়েছে। অপর একটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত ছাড়া দাফন করা দুজনের লাশ আদালতের নির্দেশে মঙ্গলবার উত্তোলন করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বিদ্যুতের তার ছিঁড়ে ৫ জন মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশনের ক্ষোভ
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা