X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে চাঁদা চাইতে গিয়ে ‘সাংবাদিক’ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা দাাবির অভিযোগে আলী আজম নামে এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। গ্রেফতার আলী আজম নিজেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক বলে দাবি করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার শিক্ষকরা যার যার ক্লাসে ব্যস্ত ছিলেন। এ সময় আলী আজম ও আশিকুর রহমান রনি বিদ্যালয়ে এসে নিজেদের সাংবাদিক ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। পরে তারা স্কুলের হাজিরা খাতা ও স্কুলের বিভিন্ন নথি দেখতে চান। শিক্ষকেরা তাদেরকে হাজিরা খাতা ও নথি দেখাতে অস্বীকার করায় আলী আজম ও রনি শিক্ষকদের ওপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তারা শিক্ষকদের গালাগাল শুরু করেন। পরে তারা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করবেন বলে জানান।

শিক্ষকরা তাদের অপরাধ জানতে চাইলে আলী আজম ও আশিকুর রহমান বিষয়টি সমাধান করার কথা বলেন ও সমাধান করতে শিক্ষকদের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শিক্ষকরা টাকা দিতে অস্বীকার করলে তারা পুনরায় শিক্ষকদের গালাগাল করেন তারা।

বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে আশিকুর রহমান রনি পালিয়ে যানে। এলাকাবাসী তখন আলী আজমকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা