X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চাঁদে জমি কেনার দাবি সাতক্ষীরার ২ শিক্ষার্থীর

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৭

চাঁদে জমি কেনার দাবি করেছেন বাংলাদেশের সাতক্ষীরার দুই বন্ধু এস এম শাহিন আলম ও শেখ শাকিল হোসেন। তাদের দাবি, চাঁদের জমি বিক্রি করা মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে সম্প্রতি এক একর জমি কিনেছেন তারা। এই জমি কেনার জন্য দিতে হয়েছে মাত্র ৫৫ ডলার (প্রায় চার হাজার ৭০০ টাকা)।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সেই জমির দলিলও পেয়েছেন তারা। চাঁদের ম্যাপেও উল্লেখ রয়েছে কোথায় তাদের জমি! এই দুই বন্ধুর মধ্যে শাহিন শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের এবং শেখ শাকিল হোসেন সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের বাসিন্দা।

চাঁদে জমি কেনার বিষয়ে শাহিন আলম বলেন, ‘মঙ্গলগ্রহ এবং চাঁদে জমি কিনতে পাওয়া যায় বলে বিভিন্ন গণমাধ্যম নিউজ পড়েছি। সম্প্রতি বাংলাদেশের একজন মঙ্গলগ্রহে জমি কিনেছেন বলে জানতে পারি। আমরা দুই বন্ধু মিলে পরিকল্পনা করি, চাঁদে জমি কেনার। বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে জানতে পারি, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রতিবেশী দেশ ভারতের অনেক নামিদামি তারকাও চাঁদে জমি কিনেছেন। চাঁদে আমাদের জমি থাকবে, এমন শখ থেকেই সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। আজ আমাদের জমির বিষয়টি নিশ্চিত করেছে লুনার অ্যাম্বাসি। এর আগে ওই প্রতিষ্ঠান থেকে চাঁদের জমি কিনেছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জিমি কার্টার ও রোলান্ড রিগ্যান। সেই প্রতিষ্ঠানের মালিক ডেনিস হোপের কাছ থেকেই জমি কিনেছি আমরা। জানামতে, আমরাই প্রথম বাংলাদেশি যারা চাঁদে জমি কিনেছি। কল্পনার রাজ্যে এক টুকরো জমি কিনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত।’

জমি কেনার দলিল

চাঁদে কবে যাবেন- জবাবে তিনি বলেন, ‘শখের বসে কিনেছি। তবে সেখানে বসবাসের উপযোগী কি-না জানি না। যাওয়ার সুযোগ থাকলে যাবো।’

আরেক ক্রেতা শেখ শাকিল হোসেন বলেন, ‘চাঁদের দেশে বিভিন্ন দামে বিভিন্ন পজিশনে জমি কিনতে পাওয়া যায়। আমরা দুই বন্ধু কম দামি জমি কিনেছি। মালয়েশিয়ান প্রবাসী এক বড় ভাইয়ের কার্ডের মাধ্যমে ৫৫ ডলার পরিশোধ করেছি। তবে যাওয়ার সুযোগ থাকলে দুই বন্ধু সেখানে গিয়ে বসবাস করার ইচ্ছা আছে।’

তিনি আরও বলেন, ‘চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের লুনার অ্যাম্বাসিই হলো সবচেয়ে জনপ্রিয়। যার বাংলা অর্থ চন্দ্র দূতাবাস।’

তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪.৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১২৫ টাকা থেকে ৪২৪৩৭ টাকা।

জানা গেছে, জমি কেনার পর ক্রেতাকে একটি বিক্রয় চুক্তি, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠিয়ে থাকে সংস্থাটি। এছাড়া, কেউ যদি বেশি ব্যয় করতে রাজি থাকে, তাহলে তাদের জন্য চাঁদের সম্পূর্ণ মানচিত্র এবং অন্যান্য তথ্যও সরবরাহ করা হয়।

চাঁদে জমি কেনা এস এম শাহিন আলম সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ও শেখ শাকিল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

সম্প্রতি শাহিন আলম সাতক্ষীরা উপকূলে টেকসই বাঁধের দাবিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ করায় স্থানীয় চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার রোষানলের শিকার হন। শেখ শাকিল হোসেন নিজ এলাকাকে দেশের প্রথম করোনা ভ্যাকসিনেটেড গ্রাম হিসেবে ঘোষণা করে আলোচনায় আসেন।

/এফআর/
সম্পর্কিত
‘আত্মহত্যা’র চেষ্টা করা স্ত্রীকে বাঁচিয়ে প্রাণ দিলেন স্বামী
সাতক্ষীরা বড়বাজারের স্টার অয়েল মিলে আগুন
সেতুতে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবক নিহত
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই