X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের জন্য এলো খুশির খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৯

আগামী মার্চে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তার আগে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের খেলাগুলো মাঠে গড়াবে। আজ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর থেকে লোয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হবে জানিয়েছেন সিসিডিএম চেয়ার‌ম্যান কাজী ইনাম আহমেদ। বলার অপেক্ষা রাখে না ঘরোয়া ক্রিকেটারদের জন্য খবরটা কতটা খুশির।

‘প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ- আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তিনটা লিগ। আমরা ইতোমধ্যেই এটি নিয়ে আলাপ করেছি আমাদের কো-অর্ডিনেটরদের সঙ্গে। আমরা নভেম্বর-ডিসেম্বরে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগের ক্রিকেট চালু করতে চাই। এই কারণে আমরা আগামী সপ্তাহে সব ক্লাবকে ডাকবো।’- সংবাদমাধ্যমকে বলেছেন কাজী ইনাম।

করোনার কারণে গত বছর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বন্ধ হয়েছিল। প্রথম রাউন্ড শেষে গত  মৌসুমের লিগ আর মাঠে গড়ায়নি। এর বদলে কুড়ি ওভারের টি-টোয়েন্টি লিগ মাঠে গড়িয়েছিল। ওই লিগ নতুন করে হচ্ছে না, নতুন মৌসুমে নতুন করেই শুরু হবে প্রিমিয়ার লিগ। এই লিগ শুরুর আগে তৃতীয় বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে, দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে আর প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে দুটি করে দল উত্তীর্ণ হবে। তবে এবার উন্নতি করা ক্লাবগুলো প্রিমিয়ার লিগে কোনও সুবিধা পাবে না। আগের মৌসুমের হিসাব ধরেই হবে প্রিমিয়ার লিগ।

এ প্রসঙ্গে কাজী ইনাম বলেছেন, ‘যেই লিগটি বাতিল হয়েছে, সেটা মূলত ছিল ২০১৯-২০ মৌসুমের। এখন যেটা হবে সেটা ২১-২২। আমাদের আগে যেটায় ওঠানামা ছিল সেখান থেকেই আমরা ফের শুরু করছি। ওঠানামায় কোনও সমস্যা হবে না। অন্য বছরগুলোতেও কিন্তু প্রিমিয়ার লিগ আগে-পরে হয়, তখন কিন্তু অসুবিধা হয়নি।’

সবকিছু ঠিক থাকলে মার্চে প্রিমিয়ার লিগ করার ইচ্ছার কথা জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান, ‘আমাদের ইচ্ছা আমরা মার্চ-এপ্রিলের ভেতর প্রিমিয়ার লিগ করতে চাই। ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু আমাদের মেইন লিস্টেড ওডিআই প্রোগ্রাম। এটা আমাদের এক নম্বর ফরম্যাট, যেখানে আমরা ভালো করে আসছি। এটা কিন্তু আমাদের একটি ঐতিহ্যবাহী জনপ্রিয় লিগ। তাই অবশ্যই ওডিআই ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগটা খেলা হবে।’

করোনায় বন্ধ হয়ে যাওয়া ঢাকা লিগ পরে গড়ায় কুড়ি ওভারের ফরম্যাটে। ওয়ানডে ফরম্যাটের পর ঢাকা লিগ কি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের সম্ভাবনা আছে, এমন প্রশ্নে কাজী ইনাম বলেছেন, ‘আমি যখন দায়িত্ব পেয়েছিলাম সিসিডিএময়ের, তখন দুই বছরের ভেতর একটা প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের কিন্তু সময়, মাঠ এগুলোর স্বল্পতা থাকে। যেহেতু আমাদের বিপিএল, গত বছর যেমন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছিল, সেটিই আমাদের প্রধান টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে থাকবে। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগটা প্রস্তুতি হিসেবে খুবই ছোট পরিসরে আমরা টি-টোয়েন্টির একটা টুর্নামেন্ট করতে পারি, সে রকম পরিকল্পনা ইতোমধ্যেই আমাদের মেম্বার সেক্রেটারি আলি হাসান ভাই, কো-অর্ডিনেটরের সঙ্গে বোর্ডের মিটিং যখন করেছি তখন প্রস্তাব দেওয়া হয়েছে। সেটা আমরা দেখবো, সময় থাকলে অবশ্যই সেটা আমরা করবো।’

জৈব সুরক্ষা বলয় নিয়ে সিসিডিএম চেয়ারম্যান বলেছেন, ‘দেশের সবকিছুই কিন্তু এখন খুলে গেছে। আমাদের কিন্তু লকডাউনটা আর নেই। স্কুল-কলেজ সব খুলে গেছে। তারপরও আমাদের সরকারের নির্দেশে একটা স্বাস্থ্যবিধি যেটা রয়েছে, সেটা মেনে চলতে হয়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়