X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিনা আপত্তিতে ছাড়পত্র পেলো ‘রেহানা মরিয়ম নূর’

বিনোদন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০২:১০

বাংলাদেশ সেন্সর বোর্ড সদস্যদের আপত্তি ছাড়াই বাণিজ্যিক প্রদর্শনের জন্য ছাড়পত্র পেলো কান-ফেরত আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) সেন্সর কর্তৃপক্ষ ছবিটি মুক্তির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

বোর্ড সূত্রে জানা গেছে, বুধবার সিনেমাটি প্রদর্শনের পর আনকাট সেন্সর প্রদানের সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহে সেন্সর সনদ পেতে পারেন এর নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

এদিকে ছাড়পত্র পাওয়ার খবরে বেশ উচ্ছ্বসিত হলেন এর প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি বলেন, ‘বেশ খুশির খবর। যদিও ছবিটি জমা দেওয়ার খবর জেনেছি। কিন্তু ছাড়পত্রের খবর আনুষ্ঠানিকভাবে এখনও আমরা পাইনি।’

গেল ১২ অক্টোবর ‘রেহানা মরিয়ম নূর’ সেন্সর বোর্ডে জমা পড়ে বলে জানা গেছে।

সিনেমার নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, সব ঠিক থাকলে আসছে অক্টোবরের শেষ সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এরপর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে ছবিটি। ডাক পেয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভাল থেকেও। মাঝে ছবিটি অনলাইনে পাইরেসি হয়েও নতুন আলোচনার জন্ম দেয়।

ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই। 

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে এর গল্প। কর্মস্থলে ও পরিবারে তাল মেলাতে গিয়ে হিমশিম খেতে হয় তাকে। কারণ, শিক্ষক, চিকিৎসক, বোন, কন্যা ও মা হিসেবে জটিল জীবনযাপন করেন তিনি।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া।

/এমএম/
সম্পর্কিত
এশা মার্ডার: পয়লা দর্শনে জমাট রহস্য (ভিডিও)
এশা মার্ডার: পয়লা দর্শনে জমাট রহস্য (ভিডিও)
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক বাঁধন
‘আমি একটু অবাক’
‘আমি একটু অবাক’
‘খুফিয়া’ বিতর্কে বাঁধনের ব্যাখ্যা, সঙ্গে নতুন খবর
‘খুফিয়া’ বিতর্কে বাঁধনের ব্যাখ্যা, সঙ্গে নতুন খবর
বিনোদন বিভাগের সর্বশেষ
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
পুষ্পা: আসবে তৃতীয় কিস্তি!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’
যুক্তরাষ্ট্রে নোমান রবিনের ‘ছাই থেকে ফুল’