X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ-কান্নার পর বিশ্বমঞ্চেই খুশির উপলক্ষের আশায় তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪২

পরপর দুটি বিশ্বকাপের বাজে স্মৃতি তাসকিন আহমেদের হৃদয়ে যন্ত্রণার ঝড় তোলে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের খড়গে পড়ে পুরো বিশ্বকাপ খেলতে পারেননি তিনি। ভারতের ওই বিশ্বকাপে আইসিসি তাসকিনকে নিষিদ্ধ করলেও অধিনায়ক মাশরাফি মুর্তজার ছিল তার প্রতি অগাধ বিশ্বাস। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আইসিসির সমালোচনা করেছিলেন মাশরাফি। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইনজুরির কারণে সুযোগ হয়নি তাসকিনের। দুই বিশ্বকাপে দুই রকম যন্ত্রণায় পোড়েন এই পেসার।

তবে অতীত ভুলে এখন তিনি ঘুরে দাঁড়িয়েছেন। সব ফরম্যাটেই দলের গুরুত্বপূর্ণ পেসার হিসেবে দলে আছেন তিনি। তবে এতটুকু পথ আসতে কঠোর পরিশ্রম করতে হয়েছে দ্রুতগতির এই পেসারকে। আগের দুটি বিশ্বকাপের যন্ত্রণা ভুলে এবার বিশ্বকাপ যাচ্ছেন পায়ের মাটি শক্ত করেই। তাই তো তার সোজা-সাপ্টা কথা, ‘সত্যি কথা বলতে দুটি স্মৃতিই আলাদা আলাদা... যেগুলো অতীত, বর্তমানেই নজর দিতে চাই। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর ভালো করতে পারি।’

বিশ্বকাপে সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত তাসকিন, ‘খুবই উত্তেজিত। কারণ ওমানে এর আগে আমার কখনও খেলতে যাওয়া হয়নি। এমনকি দুবাইতেও যে ইভেন্টগুলো হয়েছে, আমি এখন পর্যন্ত ম্যাচ খেলিনি। দুই জায়গায় খেলাটা একদম নতুন হবে আমার জন্য। একই সময়ে আমি ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জেতাতে চাই। যদিও কন্ডিশনের কারণে শেষ দুটো টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারিনি। কিন্তু শেষ একটা ম্যাচ খেলা হয়েছে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী