X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে একদিনে ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫

গাজীপুরে পৃথক ঘটনায় একদিনে দুই নারীসহ তিন জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলার কাশিমপুর ও কালীগঞ্জ থানা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার ডালাস সিটির মোজারমিল এলাকার জহিরের ভাড়া বাসা থেকে আজ বেলা ১২টার দিকে শারমিন আক্তার (১৬) নামের একজনের লাশ উদ্ধার করা হয়। তার লাশটি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। শারমিন রংপুরের গঙ্গাচড়া উপজেলার নুহালী কচুয়া ফোটামারি পাড়া গ্রামের শামসুল হকের মেয়ে।

এদিকে, একই থানাধীন শিবরামপুর এলাকার মতিউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার গ্যানদার আলগা গ্রামের মৃত গফফার আলীর মেয়ে ময়না খাতুন (২৩)। সকালে ময়নার বাসায় আসেন তার বড় ভাই। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ময়নার সাড়া না পেয়ে ভাই ও প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো লাশটি উদ্ধার করে।

অন্যদিকে, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর গ্রামে প্রবাসী মামার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করতো ফয়সাল মোড়ল (২২)। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মধ্য রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ফয়সালকে ঝুলতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, ফয়সাল তার মামাতো বোনকে বিয়ে করতে চেয়েছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মাঝে কলহ বাধে। ফয়সালের মামাতো বোনেরও অন্যত্র বিয়ে হয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সে আত্মহত্যা করতে পারে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা