X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুলিশের ভুলে বিনা অপরাধে ২ বছর কারাভোগ, পাচ্ছেন মুক্তি

কক্সবাজার প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৫

পুলিশের ভুলে ও দায়িত্ব অবহেলার কারণে বিনা অপরাধে দুই বছর তিন মাস কারাভোগের পর মুক্তি পাচ্ছেন শফি উল্লাহ (৬০)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মেহের ঘোনা এলাকার সৈয়দ আমিরের ছেলে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের আদালত তাকে জামিনে মুক্তির আদেশ দেন। একইসঙ্গে তৎকালীন কক্সবাজার সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিটনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জন্য জেলা পুলিশ সুপারকে (এসপি) নির্দেশ দিয়েছেন। আগামীকাল (বৃহস্পতিবার) তিনি মুক্তি পেতে পারেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৭ জুলাই কক্সবাজার সদর থানা পুলিশের এএসআই লিটনের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ডাকাতির মামলায় মূল আসামি ঈদগাঁও উপজেলার মেহের ঘোনা এলাকার আমির হোসেনের ছেলে শফিউল আলমের বদলে একই এলাকার সৈয়দ আমিরের ছেলে শফি উল্লাহকে গ্রেফতার করে। এরপর আদালত শফি উল্লাহকে কারাগারে পাঠান। সে থেকে তিনি কক্সবাজার জেলা কারাগারে বন্দি আছেন। 

তবে গত বছরের ৭ মার্চ কক্সবাজার জেল সুপার স্বাক্ষরিত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি কক্সবাজার অতিরিক্ত জেলা দায়রা জজ আবদুল্লাহ আল মামুনের দৃষ্টিগোচর করা হয়। আবেদনে উল্লেখ করা হয়, কারান্তরীণ শফি উল্লাহ আসল আসামি নন। আসল আসামি হলেন একই এলাকার আমির হোসেনের ছেলে শফিউল আলম (৫০)। আদালত বিষয়টি আমলে নিয়ে ২০২০ সালের ১২ অক্টোবর কক্সবাজার জেলা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। কক্সবাজার সদর থানা পুলিশের এসআই আবু রায়হান দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্তে গ্রেফতারের সময় নেতৃত্ব দেয়া তৎকালীন পুলিশের এএসআই লিটনের বিরুদ্ধে ভুল ও দায়িত্বের অবহেলার অভিযোগ আনা হয়। কিন্তু ইতোমধ্যে উক্ত মামলার অন্যান্য আসামিদের জামিনের বিষয়ে মামলার নথিপত্র হাইকোর্টে চলে যায়।

এ জন্য চলতি বছরের ২৮ জানুয়ারি হাইকোর্টের রেজিস্ট্রার বরাবর চিঠি দেন কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত। এরই অংশ হিসেবে বিনা অপরাধে কারাগারে থাকা শফি উল্লাহর বিষয়টি গত ১১ ফেব্রুয়ারি পুনরায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে আবেদন করেন কক্সবাজার জেল সুপার। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে পুনরায় চিঠি দেন। দীর্ঘ সময়েও হাইকোর্ট থেকে কোনও উত্তর না আসায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলকে অবহিত করা হয়। বিষয়টি আমলে নিয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল অতিরিক্ত দায়রা জজ আবদুল্লাহ আল মামুনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আজ অতিরিক্ত জেলা দায়রা জজ আবদুল্লাহ আল মামুন মামলাটি যাচাই-বাছাই করে শফি উল্লাহকে জামিনের আদেশ দেন।

একইসঙ্গে কর্তব্যে অবহেলার কারণে এএসআই লিটনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জন্য এবং বিভাগীয় ব্যবস্থা নিয়ে আদালতকে জানানোর জন্য কক্সবাজার জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেন। আদেশের অনুলিপি বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত, ডিআইজি চট্টগ্রাম, কক্সবাজার পুলিশ সুপার ও কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন