X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বোর্ড বৃত্তিপ্রাপ্তদের ক্রেডিট ফি নেবে না হাজী দানেশ বিশ্ববিদ্যালয়

হাবিপ্রবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৬

উচ্চ-মাধ্যমিকে বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। গত রবিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানায় কর্তৃপক্ষ।

বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি কমানোর ব্যাপারে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, 'যেহেতু বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেডিট ফি মওকুফের ব্যাপারে সরকারি আদেশ রয়েছে, এজন্য আমরাও এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছি'।

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এ ব্যাপারে অনেক আগেই সম্মতি দিয়েছিলেন। অফিস আদেশের মাধ্যমে এখন তা বাস্তবায়িত হতে যাচ্ছে'।

এদিকে বৃত্তিপ্রাপ্তদের ক্রেডিট ফি মওকুফ করায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজিম আহমেদ বলেন, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। বৃত্তিপ্রাপ্তদের কোর্স ফি মওকুফ করার বিষয়ে বোর্ডেরও নির্দেশনা রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতদিন এ ব্যাপারে উদাসীন ছিল। আমরা অনেক চেষ্টা করে; এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকবার কথা বললেও তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখেননি। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি সিদ্ধান্ত নেওয়ায় আমরা অনেক আনন্দিত।

বিজনেস স্টাডিজ অনুষদের ২০ ব্যাচের আরেক শিক্ষার্থী বর্ষা রানী পোদ্দার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্ত বেশ ইতিবাচক। এত দ্রুত শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত আসবে তা কল্পনাও করিনি।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী