X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে আরও ১১২ জনের করোনা শনাক্ত 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও দুই জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় এক হাজার ২৭৯ জন মারা গেছেন। 

এর মধ্যে ৭০৬ জন চট্টগ্রাম নগরীর, বাকি ৫৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ এক হাজার ১৩১ জন। এর মধ্যে ৭৩ হাজার ২৯৪ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২৭ হাজার ৮৩৭ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। 

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে এক হাজার ৭৫৩টি নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৫টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৫১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪৬টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৮৩টি এবং আরটিআরএল ল্যাবে পাঁচটি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ১৭ জন, বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চমেক ল্যাবে ৪৭ জন, সিভাসু ল্যাবে ১৯ জনের করোনা শনাক্ত হয়। এ ছাড়া এদিন ১৯টি অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
 
অন্যদিকে, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ৫৫টি নমুনা পরীক্ষায় একজন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ৩৭৯টি নমুনা পরীক্ষায় একজন, মা ও শিশু হাসপাতালে ২১টি নমুনা পরীক্ষায় এক জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৮টি নমুনা পরীক্ষায় একজন এবং ইপিক হেলথ কেয়ারে ৭৩টি নমুনা পরীক্ষায় ‍নয় জনের করোনা শনাক্ত হয়। ল্যাব এইডে চার নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ২৬ নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।

/এএম/
সম্পর্কিত
একদিনে ৩৬ জনের করোনা শনাক্ত
আরও ২৭ জনের করোনা শনাক্ত
একদিনে ৩৫ জনের করোনা শনাক্ত
সর্বশেষ খবর
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই