X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আনু মুহাম্মদের প্রতীকী ক্লাস

জাবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯

বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে এবার প্রতীকী ক্লাস নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের নিচতলার গ্যালারিতে এই প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাসে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে, ২৬ আগস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, ২৯ আগস্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু এবং ১২ সেপ্টেম্বর নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী প্রতীকী ক্লাস নিয়েছিলেন।

প্রতীকী ক্লাস শেষে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘অনেক আগেই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত ছিল। পৃথিবীর বেশিরভাগ দেশেই খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ কয়েকটা দেশের মধ্যে একটি, যেখানে এতদিন পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত খুব ধীর গতিতে চলছে, খোলার বিষয়ে আগেই কর্তৃপক্ষের আগ্রহী হওয়া উচিত ছিল।’

‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খোলার বিষয়ে অনাগ্রহটাই প্রধান, না খুলতে পারলেই তারা বাঁচে’ বলে মন্তব্য করেন এ শিক্ষক।

এর আগে, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে তিনি ক্লাস নেওয়ার ঘোষণা দেন। ক্লাসের বিষয় ছিল ‘বাংলাদেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য খাত’।

প্রতীকী ক্লাসে অংশ নেওয়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্ণব সিদ্দিকী বলেন, ‘কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা এখনও শিক্ষার্থীদের দেখাতে পারেনি। সেই তাগিদ থেকেই আমাদের প্রতিবাদী ক্লাসে অংশ নেওয়া। স্কুল-কলেজ এ মাসেই খুলে দিয়েছে, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার কোনও যৌক্তিকতা নেই।’

/এফআর/
সম্পর্কিত
‘জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ, অন্যথায় সনদ বাতিল ও মামলা’ 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রক্টরের পদত্যাগ
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
পদোন্নতি পেলেন বিএনপির তিন নেতা
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা