X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেনীর দাদনার খালের দখল-দূষণ তদন্তের নির্দেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:০১

ফেনী জেলার দাগনভূঁঞা পৌর এলাকার দাদনার খাল দখল ও দূষণ প্রতিরোধে সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছে জেলার স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এই আদেশ দেওয়া হয়। আদালত ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জেলার পরিবেশ অধিদফতরের উপপরিচালককে নির্দেশ দিয়েছেন। আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আদেশে- তদন্তকারী হিসেবে জেলার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত কাজে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদক ও প্রতিবেদককে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়া, তদন্ত কাজে দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জকে আইনগত ও প্রশাসনিক সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। 

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, প্রায় দুইশ’ বছরের পুরোনো ও অতি প্রয়োজনীয় দাগনভূঁঞা উপজেলার দাদনার খাল দখলে ও দূষণে বিলীন হওয়ার পথে। খালটি আট কিলোমিটার দীর্ঘ হলেও তিন কিলোমিটার দখল এবং দূষণের মধ্যে রয়েছে। এ অবস্থায় জনজীবনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত ও পরিবেশ সংক্রান্ত অপরাধ নির্মূল করার লক্ষ্যে প্রকাশিত সংবাদকে আমলে নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন মর্মে আদালতের নিকট প্রতীয়মান হওয়ায় আদালত এই আদেশ দিয়েছেন।

আদালতের আদশে বলা হয়েছে- প্রকাশিত সংবাদ সত্যতা প্রমাণিত হলে তা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬ঙ ও ১৫ ধারার টেবিল ৮ এবং দ্য গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথোরিটি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং (রিকভারি অব প্রসেশন) অর্ডিনেন্স, ১৯৭০ অনুযায়ী শাস্তিযোগ্য ও বিচারযোগ্য অপরাধ বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যস্থা গ্রহণ করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা