X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ম্যাচ শুরুর ঠিক আগে পাকিস্তান সফর বাতিল করলো নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০০

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে শুরুর কথা ছিল বাংলাদেশ সময় বিকাল ৩-৩০ মিনিটে। সব ঠিকঠাকই ছিল। কিন্তু আচমকা ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয় নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বলা হয়েছে, নিরাপত্তা শঙ্কায় হচ্ছে না নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তারা জানিয়েছে, ‘নিরাপত্তা শঙ্কায়’ খেলোয়াড়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও নিরাপত্তা শঙ্কাটা আসলে কী ঘিরে বা কীসের হুমকিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা পরিষ্কার করেনি এনজেডসি।

বাংলাদেশ সফর শেষ করেই পাকিস্তানে গিয়েছে কিউইরা। স্বাগতিকদের সঙ্গে তিন ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল টম ল্যাথামদের। আজ (শুক্রবার) রাওয়ালপিন্ডির ওয়ানডে দিয়ে শুরু হওয়ার কথা ছিল দুই দলের লড়াই। কিন্তু দুই দলের কেউই মাঠে আসেনি। সকাল থেকে হোটেলেই ছিলেন খেলোয়াড়রা। এমনকি স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি দর্শকদের।

ম্যাচের দিনের চিত্র কেন এমন, এই প্রশ্নের উত্তর মেলে নিউজিল্যান্ড ক্রিকেটের দেওয়া বিবৃতিতে। যা পাকিস্তানের ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদ হয়ে আসে। সফর বাতিলের ঘোষণা দিয়ে এনজেডসি জানিয়েছে, ‘পাকিস্তান সফরের জন্য নিউজিল্যান্ড সরকারের হুমকির মাত্রা বেড়ে যাওয়ায় এবং মাঠে কর্মরত এনজেডসি নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শের পর ব্ল্যাকক্যাপসের সফর না চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এখন দ্রুত খেলোয়াড়দের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। যদিও এনজেডসি নিরাপত্তা শঙ্কার কারণ ও খেলোয়াড়দের ফেরানোর প্রক্রিয়া জানাতে রাজি নয়, ‘না আমরা নিরাপত্তা শঙ্কা-হুমকি নিয়ে কোনও মন্তব্য করবো, না আমরা জানাতে চাই স্কোয়াডের দেশে ফেরানোর প্রক্রিয়া।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য এই ঘটনা বিশাল এক ধাক্কা। আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে যখন সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছিল, ঠিক তখনই এলো এই মুহূর্ত। তাদের প্রতি সম্মান জানিয়েই এনজেডসির প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বিবৃতিতে বলেছেন, ‘আমি বুঝতে পারছি এটা বড় আঘাত পিসিবির, যারা দারুণ অতিথিসেবক। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা সবার আগে। আমরা বিশ্বাস করি, এটাই (সিরিজ স্থগিত) একমাত্র দায়িত্বশীল বিকল্প।’

পিসিবির হতাশ হওয়াই স্বাভাবিক। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘(আমাদের) নিরাপত্তা ব্যবস্থায় নিউজিল্যান্ড দলের নিরাপত্তার সঙ্গে জড়িত কর্তাব্যক্তিরা সন্তুষ্ট ছিলেন। প্রধানমন্ত্রী (ইমরান খান) ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর (জাসিন্ডা আরডার্ন) সঙ্গে।’ বিবৃতির পরের অংশে যোগ করা হয়েছে, ‘পিসিবি সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে চেয়েছে। যদিও পাকিস্তান ও বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার ব্যাপার শেষ মিনিটে এসে এটা স্থগিত হয়ে গেলো।’

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড দল। ২০০৩ সালের নভেম্বরে শেষবার পাকিস্তানের মাটিতে খেলা কিউইদের তিন ওয়ানডে খেলার কথা ছিল রাওয়ালপিন্ডিতে, আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু ছিল লাহোরে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা